এরা আজ কোথায়? এদেরকে ধরিয়ে দিন।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৩ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৯:৪০ রাত





ঢাকা মহানগরীর নেতারা কোথায়


বিএনপির ঢাকা মহানগরীর নেতারা কোথায়? সারাদেশের তৃণমূল নেতাদের মনে এখন এই একটাই প্রশ্ন? বেগম জিয়ার ডাকে মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে সারাদেশ থেকে তৃণমূল নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে ঢাকায় আসলেও মহানগরীর কোন নেতাকেই তারা পাশে পায়নি। মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে কেন্দ্রীয় কোন নেতাকেও তারা খুঁজে পায়নি। সরকারের সকল বাধা ডিঙ্গিয়ে রাজধানীতে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুইদিন খেয়ে না খেয়ে পালিয়ে থেকে নেতাকর্মীরা রাজপথে নামার অপেক্ষা করেছে। কিন্তু কেন্দ্রীয় বা মহানগরীর কোন নেতার দেখা পায়নি। কারো কাছ থেকে কোন দিক-নির্দেশনাও পায়নি। অনেক ক্ষোভ আর কষ্ট বুকে চেপে ফিরে গেছে তারা। তবে আন্দোলন থেকে তৃণমূলের নেতাকর্মীরা পিছপা হবে না। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বলেন, সারাদেশে বিএনপির আন্দোলন একেবারে তুঙ্গে। তবে তুলনায় ঢাকা মহানগরীরর নেতারা একেবারেই ব্যর্থ বলে আমরা মনে করি। তৃণমূল থেকে নেতাকর্মীরা জীবন বাজি রেখে মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে ঢাকায় গেছে। অথচ ঢাকার নেতাদের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি। তাদের কাছ থেকে কোন দিক-নির্দেশনাও পায়নি। প্রচ- ক্ষোভ আর অভিমান নিয়ে ফিরে আসতে হয়েছে। তবে আমরা তাতে হতাশ নই। এক-এগারোর পরবর্তী সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই দলকে টিকিয়ে রেখেছে। আজও তৃণমূলের নেতাকর্মীরাই দেশের জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে সফল করবে।

ঢাকা মহানগর বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনেক আগে গঠন করা হলেও এ কমিটি মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি এবং মহানগরীর পূর্ণাঙ্গ কমিটিও তারা গঠন করতে ব্যর্থ হয়েছে। ২১ সদস্যের কমিটির মধ্যে বর্তমানে আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং নাসির উদ্দিন আহম্মদ পিন্টু ও আনোয়ারুজ্জান আনোয়ার জেলে রয়েছেন। মহানগরীর সদস্য সচিব আব্দুস সালামসহ অন্য আহ্বায়করা এখন গ্রেফতার হওয়ার ভয়ে আত্মগোপনে আছেন। আন্দোলনে না থেকে এভাবে আত্মগোপনে থাকায় দলের সাধারণকর্মীরা এখন তাদের প্রতি প্রচ- ক্ষুব্ধ। শুধু মহানগর কমিটি নয়, দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের প্রতিও সাধারণ কর্মীদের ক্ষোভ এখন চরমে। বিএনপির আন্দোলনের মূল স্তম্ভ হিসেবে এতদিন যাদের মনে করা হতো সেই ছাত্রদল-যুবদলের নেতারা কোথায়? দলের অনেকের মুখে শোনা যায় আন্দোলনে ব্যর্থ হয়ে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ ডেকে এনে তারা গ্রেফতার হয়েছেন। এছাড়া যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাই পলাতক রয়েছেন। সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আটক থাকলেও সভাপতিসহ অন্য নেতারা রয়েছেন আত্মগোপনে। শ্রমিকদলের কোন নেতারই কোন খবর নেই। মহিলাদলের নেতারা অন্য সব সময় চেয়ারপার্সনের আশপাশে ঘোরাঘুরি করলেও এ আন্দোলনে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কর্মকান্ডে প্রচন্ড ক্ষুব্ধ দলের চেয়ারপার্সনসহ সারাদেশের নেতাকর্মীরা।

বিষয়: বিবিধ

২৪৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158722
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : এরা তো খুব ভাল মানুষ -- আল্লাহ উনাদের হেফাজত করুন Praying Praying Praying
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
113460
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিন!
158731
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : ফালু বাইনচুত এর ছবি তো দেখি না
158839
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৮
হতভাগা লিখেছেন :


উনারা এখন মার্কেটে
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
114063
ধ্রুব নীল লিখেছেন : Winking Winking
159373
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
আবরণ লিখেছেন : বিএনপিতে জানবাজ কর্মীদের সব সময়ই অভাব। শুধু গোস্তরুটির ভাগ নেওয়ার সময় এদের পাওয়া যায়। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন" বিএনপি আন্দোলন করতে জানেনা" ..কথাটা একেবারে মিথ্যা নয়। বিএনপির সমর্থক আছে, নেতা নাই। ফালু একটা চরম বিশ্বাস ঘাতক। দলের দুর্দিনে যারা জানবাজী রেখে আন্দোলন করছে দলের উচিত তাদের মূল্যায়ন করা। জেল জুলুমের ভয় থাকলে রাজনীতি না করে তরিতরকারীর ব্যবসা করাই ভাল। আওয়ামী লীগের কাছ থেকে আসলেই অনেক কিছু বিএনপির শেখার আছে। যেমন--- (১) প্রতিপক্ষকে কি করে টাইট দিতে হয়। (২) পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কি করে দলীয় ক্যডারের মত করে ব্যবহার করতে হয়। (৩)বিরোধী দলের লোকদের বাড়ীঘর কি করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হয়। (৪) হামলা মামলা করে কি করে বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে ফাঁকা মাঠে গোল দিতে হয়। (৫) মিথ্যা কথাকে নিজেদের অনুগত মিডিয়ার মাধ্যমে বারবার প্রচার করে মিথ্যাকে সত্যে পরিনত করা যায়। (৬) নিজেদের এজেন্ট দিয়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে তা বিরোধী দলের উপর কি করে চাপান যায়। ইত্যাদি ইত্যাদি.......।
159519
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৪
অজানা পথিক লিখেছেন : অনেক অনেক দিন আগের কথা। বাংলাদেশে তখন বসবাস করতো একটি হিজরার দল।
159520
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৫
অজানা পথিক লিখেছেন : ঐতিহাসিক মন্তব্য
অনেক অনেক দিন আগের কথা। বাংলাদেশে তখন বসবাস করতো একটি হিজরার দল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File