২০১৩ সালের বিশ্বের সর্ব কালের সেরা আলোচিত জোকসের কয়েকটি দেখুন!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩১:৩৪ রাত

‪১. গলফ খেলা চিকিত্সার একটি অংশ। (ফাটাকেস্ট মন্ত্রী ওবায়দুল কাদের)

২. পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। (নানক)

৩. আমরা ফাঁকা মাঠে গোল দিয়েছি। (হাসিনা)

৪. রানা প্লাজার মালিক রানা আর যুবলীগ নেতা রানা এক ব্যক্তি নয়। (যুবলীগ সভাপতি)

৫. বিরোধীদলের নেত্রী রানা প্লাজার দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।(প্রধানমন্ত্রী)

৬. ইউরোপিও ইউনিয়ন রাবিস। (আবুল মাল)

৭. কেউ প্রমান দিতে পারবেনা যে,রানা প্লাজার রানা যুবলীগ কর্মী।(মুরাদ জং)

৮. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে।(মখা)

৯. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান।(সাহারা)

১০. জিনিসপত্রের দাম বেশি তাই এক বেলা খাবার কম খাওয়ার অভ্যাস করুণ।

১১. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।(প্রধানমন্ত্রী)

১২. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি।(মুরগি কবীর)

১৩. বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু।(রোকিয়া প্রেত্নি)

১৪. মউদুদী কুরআনের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কোথায় করেছেন সেটি আমি জানিনা।(তানিয়া)

১৫. ব্রিরোধী দলের নেত্রী অংক আর উর্দু ছাড়া আর কোনো বিষয়ে পাস দেননি।(হাসিনা ৪ নাম্বার পেয়ে ইতিহাসে ফেল করেছিলো এবং বাংলাতে ফেল করেছিলো) আর আমি শেখ মুজিবের কন্যা।(প্রধানমন্ত্রী)

১৬. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয়।(নাসিম)

১৭. মিডিয়া আমার বক্তব্য বিকৃত করেছে।(মখা)

১৮. রাষ্ট্রীয় ক্ষমতা পাগলদের হাতে চলে গেছে।(ড. কামাল)

১৯. মহিউদ্দিন খান আলমগীর যদি মন্ত্রী হন তবে বুদ্ধিপ্রতিবন্দী কে?? (রনি)

২০. হেফাজতে ইসলাম রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নিয়েছে জঙ্গি তত্পরতা চালানোর জন্য।(চুর্নী সাহা)

২১. বাংলাদেশে ৯০% বাড়িঘর নিয়ম মেনে করা হয়না তাতে আমাদের কি করার আছে?? (হাসিনা)

২২. ভবন ধসের ঘটনা বাংলাদেশে স্বাভাবিক।(অন্ধানুর রহমান)

২৩. কান টানলেই মাথা আসে। রনির স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই।(পুলিশ)

২৪. আমি নিজেও জানিনা পোস্টারে আমার ছবির সাথে রনির ছবি কিভাবে এলো।(মুরাদ জং)

২৫. সব কিছুতেই খালি সরকারের ব্যর্থতা খুঁজে। সরকারের সাফল্য কখনো এদের চোখে পড়েনা।(মখা)

২৬. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)

২৭. ম্যাডাম ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত (মতিয়া)

উপরে ২০১৩ সালের আমার জানা কয়েকটি জোকস শেয়ার করলাম।

বিষয়: বিবিধ

৩৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File