ছবি কি বলে শহীদ আব্দুল কাদের মোল্লা কি আসলেই কসাই কাদের?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৩ ডিসেম্বর, ২০১৩, ১০:৫৩:৪৫ রাত



শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযার কয়েকটি ছবি দিলাম ছবিগুলো দেখে অবশ্যই মন্তব্য করবেন।

এবং আপনারদের কাছে আর কোন নতুন ছবি থাকলে আমার পেজবুক পেজের ইন বক্সে দিবেন-www.facebook.com/newbanglardamalsontan



সাতক্ষীরায় শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযায় সমবেত #লক্ষ #লক্ষ মানুষের একাংশ।

চট্টগ্রামে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযায় লাখো মানুষের ঢল....

রাতের আঁধারে মানুষকে না জানিয়ে শহীদ আব্দুল কাদের মোল্লার দাফন করে ফেললেও তার জানাযা ঠেকিয়ে রাখতে পারেনি জালিম সরকার। লাশবিহীন আব্দুল কাদের মোল্লার জানাযায় লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামে। নগরীর প্যারেড ময়দানে জুমআর নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজ চলাকালীনই চট্টগ্রাম কলেজের মসজিদ মানুষ ধারণে অক্ষম হয়ে পড়ে। এক পর্যায়ে প্যারেড মাঠ অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। নামাজের পর শুরু হয় জানাযার প্রস্তুতি। নামে লাখো মানুষের ঢল।

ভারত-শাসিত কাশ্মীরে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা।

GAYEBANA ZANAZA Namaz of Shahid Abdul Quader Mollah at Altab

Ali park in London.

চট্টগ্রাম প্যারেড ময়দানে জানাজার একাংশ-

সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে জানাজার একাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জানাজার একাংশ

রাজধানী ঢাকাতে শতশত গুলির মাঝেও জানাজার একাংশ

সহস্রাধিক তৌহিদী জনতার উপস্থিতিতে কুমিল্লা মহানগরীতে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের বাড়ি সেই সদরপুরে, যেখানে একটা কলাগাছকেও নৌকা মার্কায় দাঁড় করিয়ে দিলে নিশ্চিন্তে জিতে যাবে। তার উপর আবার জায়গায় জায়গায় পুলিশের বাধা। মানুষ রাস্তা দিয়ে না আসতে পেরে চকের মধ্য দিয়ে এসেছে। অনেক লোক আসতে পারেনি। তারপরেও শত শত লোক উপস্থিত ছিল তার গায়েবানা জানাযায়।

বগুড়ায় শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজা জনসমুদ্রে পরিনত .....

রাজশাহী হেতেম খাঁ কবরস্থান মাঠে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাজা নামাজে উপস্থিত জনস্রোতের একাংশ-

আজ বাদ জুম্মা উওর বাজার

জামে মসজিদে কাদের ভাই এর

গায়েবানা জানাযা অনুষ্টিত হয়।এতে উপস্তিত

মুসল্লিদের একাংশ।জানাযায় ইমামতি করেন

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার

আব্দুল বারী।

কুলাউড়া, মৌলভীবাজার

হাজারো মুসল্লির উপস্থিতিতে বড়লেখা উপজেলায় শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাজার নামাজ সম্পন্ন:

বড়লেখার গাংকুল মাদ্রাসার মাঠে শুক্রবার বিকাল ৩টায় এই নামাজ অনুষ্টিত হয় ।উক্ত জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার ১আসনে ১৮দলীয় ঐক্যজোটের মনোনয়ন

প্রত্যাশী মাওলানা আমিনুল ইসলাম।

চট্রগ্রামের উত্তর ফটিকছড়ির ২ নং দাঁতমারা ইউনিয়নে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযার একাংশ।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

জানাজায় ইমামতি করেন বেলকুচি উপজেলার সম্মানিত চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ আলী আলম-

করালিয়া, ভোলায় শহীদ আবদুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

মৌলভিবাজার টাউন এলাকায় শহীদ আবদুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

নরসিংদী আইয়ুবপুর ইউনিয়নে শহীদ আবদুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল লতীফ।-

ফেনী দাগনভূইয়াতে শহীদ আবদুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

নরসিংদিতে গায়েবানা নামাজের একাংশ-

সিরাজগঞ্জ শহর জামাতের উদ্যোগে নামাজের একাংশ-

শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে হত্যার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ কর্মসূচীর একাংশ...

খুলনায় শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের গায়েবানা জানাযার নামাজ।-

বাহরাইনে শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযা অনুষ্ঠিত ।মানুষের ঢল । ক্ষোভ প্রকাশও দ্বীন প্রতিষ্ঠার অংগীকার ।

সময়ের বীর সেনানী সাইয়েদ কতুব শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবকে অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে আজ কুমিল্লা মহানগরী ছাত্রশিবির লাঠি মিছিল বের করে।

এতে নেতৃত্ব দেন মহানগর শিবির সভাপতি মোঃ মনির আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মুজিব,সাবেক শহর সভাপতি কামরুজ্জামান সোহেল সহ আরো অনেকে।

বিষয়: বিবিধ

৪৪৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File