গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়ায় মেয়ে পেল তালাক!!!!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:০০:৪৪ সন্ধ্যা
গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়ায় মেয়ে পেল তালাক..... এই মেয়ের দায়িত্ব এখন কে নেবে....???? চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার শাহবাগে আওয়ামী-নাস্তিকদের তথাকথিত ‘গণজাগরণ মঞ্চ’-এর আন্দোলন শুরু হলে বীরাঙ্গনা রাহেলা বেগমকে আনা হয়েছিল সেখানে। গণজাগরণ মঞ্চে মানুষের সামনে বক্তব্যও দিয়েছিলেন এই বীরাঙ্গনা। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলেও তাঁর সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। তবে গণমাধ্যমে তাঁর ধর্ষিতা হওয়ার ঘটনা বর্ননা করার কারণে ঘটে যায় এক বিপর্যয়। শুধু তা-ই নয়, গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়ার পরই রাহেলার মেয়ে চম্পাকে তাঁর স্বামী মিলন তিন সন্তানসহ তালাক দেন। চম্পা এখন বীরাঙ্গনা মায়ের অভাবের সংসারে এসে উঠেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাহেলা থাকেন সিরাজগঞ্জের সয়াধানগড়া বাসস্ট্যান্ডের পাশে পুকুরপাড় বস্তিতে। এ বস্তির জায়গা সরকার অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের চিঠিও জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে বস্তিবাসীকে। যেকোনো সময় উচ্ছেদ হতে পারেন বীরাঙ্গনা রাহেলা। এখন প্রশ্ন যে ইমরান সরকারেরা এই রাহেলাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার কারনে রাহেলার মেয়ের আজ এই পরিনতি হলো, সেই ইমরান সরকারেরা আজ কোথায়....??? কেন তারা রাহেলার মেয়ে চম্পার জীবনের দায়িত্ব নিচ্ছে না....???
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন