..... রিজভিকে হত্যার ........ ভয়ঙ্কর তথ্য ফাঁস ......

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ৩০ নভেম্বর, ২০১৩, ১২:৫৪:৫৩ দুপুর



গতরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে গুম করে হত্যার পরিকল্পনা ছিল পুলিশের। একটি আওয়ামীসমর্থক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক এ তথ্যটি জানিয়েছেন। রাত ৪ টার দিকে পুলিশ নয়াপল্টনের অফিসে উঠে বাঁশ বেয়ে। অফিসের গেটের তালা না ভেঙ্গে বাঁশ লাগিয়ে অফিসে ঢুকে পুলিশ। যাতে কেউ প্রমাণ করতে না পারে যে রিজভিকে পুলিশ নিয়ে গেছে, কারণ গেটে তালা লাগানো। অফিসের ২য় তলায় ছিলো একাত্তর টিভির সাংবাদিক, যাকে একটা রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখে পুলিশ। অফিসের সামনে রাস্তায় গাড়িতে ছিলো সময় টিভির সাংবাদিক। সময় টিভির সাংবাদিককে গাড়ি থেকে নামতে বা কোথাও ফোন করতে দেয়নি বলে জানিয়েছে তার ড্রাইভার। তবে, সেসময় বাংলাভিশন বা এনটিভি (যেগুলো বিএনপিপন্থী মালিকদের চ্যানেল) তাদের কোন সাংবাদিক সেখানে ছিলো না। রিজভিকে যখন গোপনে নামিয়ে নিয়ে যাচ্ছিল তখন সময় টিভির ক্যামেরাম্যান ছবি তুললে পুলিশ ক্যামেরাম্যান ও রিপোর্টারকে লাঞ্ছিত করে। তারপরপরই খবর পেয়ে ঘটনাস্থলে এটিএন, জিটিভির সাংবাদিকরা চলে আসলে পুলিশ তাদেরও লাঞ্ছিত করে। একাধিক সাংবাদিকদের সাথে কথা বললে তারা জানান, ঘটনার অবস্থা থেকে তাদের মনে হয়েছে পুলিশ রিজভিকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু সময় টিভি ছবি তুলে ফেলায় রিজভিকে এরেস্ট দেখাতে বাধ্য হয়েছে।

গভীর রাতে বাঁশ বেয়ে অফিসে ঢুকে, সাংবাদিকদের অবরুদ্ধ করে ও ছবি তুলতে বাঁধা দিয়ে পুলিশ মূলত রিজভিকে গুম করে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলো বলে জানিয়েছেন গতরাতে উপস্থিত সাংবাদিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, এই ঘটনাই প্রমাণ করে নির্বাচনের সময় সঠিক রিপোর্ট তারা প্রকাশ করতে পারবে না। কারণ আওয়ামী মালিকানাধীন চ্যানেলের সাংবাদিকদেরই যদি এরকম লাঞ্ছিত করা হয়, নিউজ কাভারেজে বাঁধা দেয়া হয় তাহলে সত্যিকার রিপোর্ট কখনও প্রকাশ করা সম্ভব হবে না। আরেকজন রিপোর্টার বলেন, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করি, পুলিশের কালকের অভিযানের মোটিভ দেখে আমি নিশ্চিত যে, রিজভি সাহেবকে গুম করে ফেলার পরিকল্পনা ছিল। তিনি আরও বলেন, সাংবাদিক হিসেবে আমরা নিরপেক্ষ থাকতে চাই বলেই বলছি, এরকম ঘটনা রাজনীতির মাঠকে আরও উত্তপ্ত করবে।

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File