জামাতের নেতা-কর্মীদের মানবাধিকার থাকতে নেই !!!!!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২১ নভেম্বর, ২০১৩, ১২:০৮:২৬ দুপুর
-চোখ কালো কাপড় দিয়ে বাঁধা
-মুখ গামছা দিয়ে শক্ত করে বাঁধা
-থেতলে যাওয়া নাকে লাল রক্ত জমাট বেঁধে আছে
-ডান হাতের ২ টো আঙ্গুল ভেঙে মুচড়িয়ে দেওয়া
-ডান হাতের চামড়া তুলে ফেলা
-সারা গায়ের অসংখ্য নির্যাতনের চিহ্ন
-গায়ের গুলির চিহ্ন
-সারা শরীরের হিংস্রতা-নৃশংসতা-বর্বরতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে
দেখিয়ে দেয় নিষ্ঠুরতম হায়না জানোয়ারদের নির্যাতন , অত্যাচার
তবুও বলব, এখানে কোন মানবাধিকার লংঘিত হয় নি ,
তবুও দালাল পেইড পতিতা সাংবাদিকদেরা এখানে মানবাধিকার ভু-লুঠিত হতে দেখে না
তবুও এই খবর তারা সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে.
রূপান্তরিত কুত্তার বাচ্চারা এই হত্যারও যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে !!!
কারন, জামাতের নেতা-কর্মীদের মানবাধিকার থাকতে নেই !!!!!!!
কারন, বিরোধিদের মানবাধিকার থাকতে নেই !!!
উল্লেখ্য ১৭নভেম্বর, রোববার ঢাকা থেকে থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন গ্রীন লাইন বাসে করে। চৌদ্দগ্রামে হাইওয়ে ইন হোটেলে যাত্রাবিরতির সময় তার স্ত্রী আর দুই মেয়ের সামনে থেকে জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক, ডিবি পরিচয় দিয়ে। তিনি আমিনুল ইসলাম, স্থানীয় ব্যাবসায়ী ও জামায়াত নেতা। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাকে গ্রেফতার করেনি বলে দাবি করেছে পুলিশ।
বিষয়: বিবিধ
২১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন