‘সাংবিধানিক স্বৈরাচার’ : তুহিন মালিক
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৪ নভেম্বর, ২০১৩, ০৩:৩৬:১০ দুপুর
আমরা এখন দেখছি ‘সাংবিধানিক স্বৈরাচার’ : তুহিন মালিক
ড. তুহিন মালিক বলেছেন, স্বার্থের উর্ধ্বে উঠে সংবিধান নিয়ে খেলা বন্ধ করা জরুরি। তিনি অভিযোগ করেন, আমাদের সংবিধান নিয়ে ধুম্রজাল শুধু নয় লোহার জাল তৈরি করা হয়েছে এবং এখন তাতেই আটকে গেছে সরকারি দল। তিনি বলেন, সংসদ এখনও বহাল রয়েছে, গতকালও ৪২৭৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এর আগে সামরিক স্বৈরাচার দেখেছি, একনায়কতান্ত্রিক স্বৈরাচার দেখেছি। এখন দেখছি সাংবিধানিক স্বৈরাচার।
বুধবার মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় বেসরকারী টেলিভিশন বাংলাভিশনের জনপ্রিয় টকশো ফ্রন্টলাইনে তিনি একথা বলেন।
তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমেই সাংবিধানিক সংকট সৃষ্টি করা হয়েছে। এই সংশোধনীতে গণতন্ত্র নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে।
ড. তুহিন মালিক বলেন, প্রেসার কুকারের বাষ্প বের হওয়ার ছিদ্রটি বন্ধ করলে যেমন সেটি বিস্ফোরণ ঘটাবে। সংবিধান আমাদেরকে তেমন অবস্থার পাশে এনে দাঁড় করিয়েছে। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, মানুষ ১৮ বছরে সাবালক হয়। কিন্তু আওয়ামী লীগ প্রাচীন দল হয়েও বিচক্ষণ হতে পারেনি। এই সঙ্কট উত্তরণের উপায় প্রসঙ্গে তিনি বলেন, কেউ ইতিহাস পড়ে আর কেউ ইতিহাস গড়ে। সময় এসেছে ইতিহাস নতুন করে গড়ার।
টক-শোর অপর আলোচক রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী মন্ত্রীদের পদত্যাগ নিয়ে চলমান বিতর্ক ও সৃষ্ট সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য দুই দলের সমঝোতা জরুরি বলে মনে করেন । সমঝোতায় আসতে হলে দলগুলোকে নিজের ভুল স্বীকার করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
ড. দিলারা চৌধুরী বলেন, সর্বদলীয় সরকারের কথা বলা হচ্ছে; যা রাষ্ট্রবিজ্ঞানের সকল চিন্তার বাইরে। কোয়ালিশন হতে পারে কিন্তু সবাইকে নিয়ে সরকার হতে পারে না। এটা গণতন্ত্রের চেতনার বিরোধী। তিনি বলেন, এমনটা হলে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলকে আবার নতুন করে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব লিখতে হবে। আর আমাদেরকে তাই পড়তে হবে। তিনি বলেন, সংবিধান নিয়ে যে খেলা শুরু হয়েছে তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে আমাদের গণতন্ত্রকে। এর ফলে আমাদের সংবিধানের পবিত্রতা হারিয়ে যাবে। আইনের প্রতি মানুষের শ্রদ্ধাও হারাবে। তিনি আরও বলেন, দেশে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হতে হতে এমন অবস্থায় পৌছেছে যে, এখন পার্লামেন্ট হয়েছে রাবার-স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যা চান তাই পাশ করিয়ে নিতে পারেন এখান থেকে।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন