ব্রেকিং-নিউজ ******* অন্তবর্তী সরকার বিষয়ে তারেকের সঙ্গে মহাজোটের যোগাযোগ !!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৬ নভেম্বর, ২০১৩, ০৩:২৩:৪০ দুপুর



***** নির্বাচনকালীন অন্তবর্তী সরকারে বিএনপির অংশ নেয়া নিশ্চিত করতে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করছে মহাজোট সরকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের সঙ্গে সেজন্য যোগাযোগও হয়েছে। ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, আওয়ামী লীগের নীতির্নিধারক পর্যায়ের কয়েক নেতা এ দায়িত্বে আছেন। লন্ডনে অবস্থানরত তারেকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগে এর মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও একাধিক সূত্র প্রিয় দেশকে জানায়। দরকষাকষি শেষে তারেক রাজী হলে নির্বাচনে বিএনপি অংশ নেবে, এমনটা আশা করছে সরকার। আওয়ামী লীগ মনে করছে, বিএনপি আগামী নির্বাচনে না এলে নির্বাচনটি দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। আওয়ামী লীগের নির্বাচন পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। দুই নেত্রীর টেলিফোনে আলাপের পরও নির্বাচন ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই দলের সমঝোতার সম্ভাবনা ‘নষ্ট’ হয়ে গেছে। বিএনপিকে ‘অন্তবর্তী সরকারে’ আনতে নতুন করে তাই তারেক রহমানের সঙ্গে যোগাযোগ

চলছে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দাবি করেন, ‘বিএনপি অন্তবর্তী সরকারেও আসবে,নির্বাচনেরও আসবে।’ আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান নিয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বিএনপিকে নির্বাচনে আনতে মহাজোট সরকারের নতুন করে প্রচেষ্টা চলছে। এর উপর ভিত্তি করেই হানিফ এমন দাবি করেছেন। সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গত ১ নভেম্বর শারীরিক চেক-আপের জন্য সিঙ্গাপুর গেছেন। সেখান থেকে এরশাদ তারেকের সঙ্গে ‘নির্বাচনকালীন সরকারে’ অংশ নেয়ার বিষয়ে টেলিফোনে আলাপ করার কথা। নতুন এ দায়িত্ব পেয়ে দেশের রাজনৈতিক ডামাডোলের মধ্যেও এরশাদ নীরব। এমনকি দুই নেত্রীর ফোনালাপের পর বিরোধী জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল এবং সংবাদমাধ্যমে দু’নেত্রীর ফোনালাপ প্রকাশিত ও প্রচারিত হওয়ার পরও এ বিষয়ে কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই এরশাদের। তিনি সবশেষ গণমাধ্যমের সাথে কথা বলেন গত ২১ অক্টোবর। তারেক রহমান প্রায় পাঁচ বছর ধরে সপরিবারে লন্ডনে আছেন।

তাকে বলা হচ্ছে বিএনপির ‘ভবিষ্যৎ কাণ্ডারি। তার হাতে বিএনপির নেতৃত্ব তুলে দিতে চান খালেদা জিয়া। দলে তারেকের প্রভাবও আছে। এজন্য তারেকের সঙ্গে সমঝোতায় আসতে পারলে বিদ্যমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ক্ষমতাসীনরা।

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File