শিবিরের থেকে আমি যেভাবে রগ কাটা শিখলাম।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৪ অক্টোবর, ২০১৩, ০৯:৫৫:৩৩ সকাল





(সবাইকে পড়ার অনুরোধ করছি)


আমি ছোট থাকতেই শিবিরকে দেখতে পারতাম না। কারণ আমার আব্বু ছিল আওয়ামীলীগের মেম্বার। আমি শিবিরকে রগকাটা দল হিসাবে চিনতাম। আর আমারও রগ কাটা শিখার খুব খায়েশ ছিল, সে সুযোগ টাও আসে একদিন। শিবিরের এক ভাই আমাকে রাতের শব্বেদারি নামক একটা প্রোগ্রামের দাওয়াত দিল। আমি রাজি হয়ে গেলাম। কারণ রাতে যেহেতু প্রোগ্রাম, সেখানে রগ কাটা শিখাবে নিশ্চিত। প্রোগ্রাম শুরু হলো রাত ৯ টায়। একজন শিবিরের জেলা মেহমান এসে দারসুল কোরআন দিল, আরেকজন এসে খুব সুন্দর আলোচনা রাখল। কিন্তু কিছুতেই আমার মন ভরছে না। কারণ আমার রগ কাটা শিখার কিছু হচ্ছে না। রাত ১১ টায় সবাইকে ঘুমাতে বলল শিবির সভাপতি, মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। রাত ৩ টায় সবাইকে জাগিয়ে দিয়ে ওজু করে আসতে বলল, মেজাজ টা গরম হয়ে গেল এতো রাতে ঘুম থেকে ওঠতে বলায়। যাক ওজু করে আশার পর লাইট অফ করে দিল। আমার মনটা খুশিতে ভরে ওঠল এখনি হয়তো আসল জিনিসটা শিখব। কিন্তু না আমাকে অবাক করে দিয়ে সবাই নামাজে দাড়িয়ে গেল। আরো অবাক হলাম নামাজে সবার হাউ মাউ করে কান্নার আওয়াজ শুনতে পেয়ে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অনেক কাদলাম কারন এটা ছিল আমার জীবনের ১ম জামাতে তাহাজ্জুদ নামাজ, তাও সব চেয়ে দীর্ঘ সময় নিয়ে। নামাজ শেষে অনেকক্ষন জিকির করল সবাই। অতঃপর ফজরের নামাজের পরে সবাই বসলাম। তখন শিবিরের থানা সভাপতি আমাকে প্রশ্ন করলঃ কি ভাইয়া তোমার রগ কাটা শিক্ষা হয়েছে? আমার চোখে পানি চলে আসল বললাম ভাই আজকে আমি রগ কাটার এমন এক অভিনব কৌশল শিখলাম যা আমার জীবনে আলোর দিশা হয়ে থাকবে। সত্যি আমি কোনদিন সেদিনটির কথা ভুলতে পারবনা।

বিষয়: বিবিধ

৩৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File