একটি গল্প এবং মওদূদির সাহাবী সমালোচনা!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ অক্টোবর, ২০১৩, ০৯:২৭:৪৩ রাত
একদা এক গাঁয়ে এক আলেমের এক নাতি ছিল । নাতি হঠাত্ কি জানি কি বুঝিয়া শিবিরে যোগ দিল, আলেম নানা হায় হায় করিতে লাগিলেন নাতি তাহার গুমরাহ (!) হইয়াছে । নাতিকে তিনি বুঝাইতে লাগিলেন , মওদূদি কতক সাহাবীর সমালোচনা করিয়াছেন অতএব মওদূদির আকীদায় গন্ডগোল , জামাত একটা ফিতনা ... ... । নাতি চুপচাপ শুনিল ।
একদিন নাতি আসিয়া নানাকে কহিল , নানা ! আজিকে আমি এক মাহফিলে গিয়াছিলাম , মাহফিলে এক হুজুর বয়ান করিলেন , খুবই বুজুর্গ ব্যক্তি । নানা জিজ্ঞাসিলেন , তা নাতি হুজুর কি কহিলেন আমাকে একটু শুনাও দেখি ।নানা , হুজুর তো আজিকে একটা নতুন হাদীস শুনাইলেন । হাদীসটা হইল , যতদিন উম্মাত তিনটা জিনিস আকড়াইয়া থাকিবে , ততদিন তাহারা গুমরাহ হইবেনা । নানা অবাক দৃষ্টে কৌতূহলের সাথে নাতিকে জিজ্ঞাসিলেন , কি সেই ৩ টা জিনিস ? নাতি কহিল ,
১) আল্লাহর কুরআন
২) রাসূলের সুন্নাহ
৩) সাহাবায়ে কিরামের সুন্নাহ
নানা তো শুনিয়া আকাশ হইতে পড়িলেন । এতদিন তিনি জানিয়া আসিয়াছেন যে হাদীসটাতে শুধু আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাহর কথাই বলা হইয়াছিল , সাহাবায়ে কিরামের সুন্নাহর কথা তো কিছু বলা হয় নাই ! কিন্তু আজ তিনি এ কি শুনিলেন । নানা খুবই রাগ হইলেন । নাতিকে হুঁশিয়ারি দিলেন, তুই ঐ হুজুরের মাহফিলে আর কোনোদিন যাবিনা বলে দিলাম! ঐ হুজুর তো হাদীস উল্টাইয়া ফেলিয়াছে রে ! ঐ হুজুর বুজুর্গ না রে ,ঐ হুজুর গুমরাহ !
নাতি তখন বলিল , নানা তাহলে মওদূদি দোষ করিল কোথায়?! মওদূদি তো সঠিক হাদীসের কথাটাই বলিয়াছেন যে আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাতকেই কেবল আকড়াইয়া ধরা উচিত । কারণ এই দুইটা ছাড়া আর কিছুই সমালোচনার উর্ধ্বে না যে তা চোখ বন্ধ করিয়া আকড়াইয়া ধরা যায় ! তাহলে নানা এই তুমিই আবার মওদূদিকে গোমরাহ বল কিসের ভিত্তিতে ?!
বিষয়: বিবিধ
২২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন