কিছু নিষিদ্ধ কাজ, যা আমরা সবসময় করি কিন্তু জানিনা যে এগুলো করা ইসলাম ধর্মে হারাম।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৮:৪৮ দুপুর

*দারিয়ে জুতা পরা যাবেনা। (সুনানে আবু দাউদ ৪১৩৭, আত তিরমিজি ১৮৮৫, ইবনে মাজাহ ৩৬৮১)

* গোসলখানায় পেশাব করা যাবেনা। (ইবনে মাজাহ ৩০৪)

* কিবলা মুখী বা তার উল্টো হয়ে প্রশাব পায়খানা করা যাবেনা। (সহিহ বুখারি ৩৯৫, নাসায়ী ২১, আত তিরমিজি ৮)

* গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবেনা। (মুসলিম ৫১৬৭, সুনানে আবু দাউদ ২৮১৭, ইবনে মাজাহ ৩১৭০, আত তিরমিজি ১৪০৯)

* ইয়াহুদি খ্রিষ্টান মেয়েকে বিয়ে করা যাবেনা যদি না সে নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম না হয়। (সুরা আন নিসা ২৫)

* স্বামী ব্যাতিত অন্য কারো(বয়ফ্রেন্ড) জন্য সাজুগুজো করে অন্য পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করা হারাম। (সুরা আহজাব ৩৩)

* মুর্তি কেনা, বেচা, পাহারা দেওয়া হারাম। (সুরা মাইদাহ ৯০,সুরা ইব্রাহীম ৩৫)

* কারো মুখমণ্ডলে আঘাত করা যাবেনা। (মুসলিম ৬৮২১, আবু দাউদ ৪৪৯৬, আহমদ ৫৯৯১)

* কাপড় থাকা সত্তেও কারো গোপন অঙ্গের দিকে দৃষ্টিপাত করা যাবেনা। (মুসলিম ৭৯৪, তিরমিজি ২৭৯৩, ইবনে মাজাহ ৬৬১, আহমদ ১১৫০১)

* আল্লাহ্ ব্যাতিত কারো নামে কসম করা যাবেনা। বাপ দাদার নাম, কারো হায়াত, মসজিদ বা কুরআনের কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবেনা। (আবু দাউদ ৩২৫০, নাসায়ী ৩৭৭৮)

* কোন প্রাণীকে আগুনে পুড়ে মারা যাবেনা। (আবু দাউদ ২৬৭৭, আহমদ ১৬০৩৪)

*অর্থের বিনিময়ে নামাজ পড়ানো, কুরআন সেখানো, তারাবিহ এর নামাজ পড়ানো বিশেষভাবে নিষেধ। (আবু দাউদ ৩৬৬৮, ইবন মাজাহ ২৫২, সহিহ জামে আলবানী ৬১৫৯)

বিষয়: বিবিধ

৩০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File