হু ইজ সুরঞ্জিত, কল লেনিন অর হানিফ।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৮:২৮ সকাল
‘হু ইজ সুরঞ্জিত, কল লেনিন (নূহ-উল আলম লেনিন) অর হানিফ (মাহবুব-উল আলম হানিফ)।’ সোমবার যুদ্ধাপরাধীদের ভোটাধিকার বাতিলে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ফোন করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রথম প্রতিক্রিয়া জানালেন এভাবেই।
একদিকে দপ্তরবিহীন মন্ত্রী অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সরকার ও দলে দুই জায়গাতেই সমান গুরুত্বহীন তিনি। তাই নিজের কষ্ট চেপে রাখতে পারলেন না। একসময় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত যে কতটা অসহায়বোধ করছেন তা কি আর বুঝতে বাকি আছে।
তাকে যখন বলা হল, আপনি তো সংবিধান সংশোধনে গঠিত কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আপনার বেশ অবদান রয়েছে। তখন সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বললেন, ‘আপনি না হয় বুঝলেন কিন্তু মহাজন (শেখ হাসিনা) তো বোঝেন না।’
দলীয় সূত্রে জানা গেছে, এক-এগারোর পরবর্তী সময়ে রাজনীতিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় আওয়ামী লীগের গুরুত্ব কমতে থাকে সুরঞ্জিত সেনগুপ্তের। একারণে দলের সভাপতিম-লীর সদস্য পদ থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদে রাখা হয় তাকে। এরপর সরকার ও দলের ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলে দলের সভানেত্রীর কিছুটা সুনজরে আসেন। পরে তাকে রেলমন্ত্রী করা হয়। কিন্তু তার ব্যক্তিগত সহকারীর গাড়িতে ঘুষের টাকা পাওয়ার পর সেই রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় তাকে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও হারানোর পর বেশ আত্ম অসন্তুষ্টিতে ভুগছেন সুরঞ্জিত সেনগুপ্ত। একসময় যিনি সরকার ও দলে বেশ দাপুটে এ জ্যেষ্ঠ নেতা এখন দলে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। গুরুত্বপূর্ণ সভা-বৈঠকে খুব একটা ডাক পান না তিনি। দলের হাইকমান্ডের সঙ্গে দিনদিন তার দূরত্ব বাড়ছে। এনিয়ে তার ঘনিষ্ঠদের কাছে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছে সুরঞ্জিত।
Click this link
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন