নারী পুরুষের প্রেম বা অবৈধ মেলামেশা ইসলামে জায়েজ কিনা?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৬ আগস্ট, ২০১৩, ১০:৩০:২০ সকাল



কেউ এড়িয়ে যাবেন না পড়ে দেখার অনুরোধ করছিঃ

প্রেম করা ইসলামে জায়েজ কিনা অর্থাৎ বিয়ের আগে নারী-পুরুষের প্রেম সম্পর্কে ইসলাম কি বলে।

অনেকের মুখে বলতে শুনেছি যে প্রেম নাকি পবিত্র জিনিস

এটা কতখানি সত্য?


বিবাহ পূর্ব প্রেম হারাম।

স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না” (সূরা আল মায়িদা: ৫)

এরপর সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ নীচু

রাখতে এবং লজ্জা স্থান হিফাজত করতে বলা হয়েছে।

সূরা নূর এর ৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা হয়েছে আর নারীরা কাদের

সাথে সাক্ষাত করতে পারবে তাদের

একটা তালিকা দেওয়া হয়েছে।

সূরা আহযাবের ৫৯ নং আয়াতে পর্দা করার নির্দেশ আরো পরিস্কারভাষায় বলা হয়েছে। যেখানে দৃষ্টি নীচু ও সংযত রাখা, লজ্জা স্থান হিফাজতকরার কথা এবং পর্দা করার কথা বলা হয়েছে।

সূরা মায়িদাতে গোপন প্রেমলীলাকেনিষেধ করা হয়েছে সেখানেবিবাহ পূর্ব প্রেম বৈধ হতে পারে কি করে?

এটা হারাম। জিনা তথা অবৈধ শারীরীক সম্পর্ক হারাম।

(সূরা ইসরা আয়াতঃ ৩২) (সূরা ফুরকানঃ ৬৮)

জিনার নিকট যাওয়াই নিষেধ অর্থাৎ যে সকল জিনিস জিনার

নিকটবর্তী করে দেয় তার কাছে যাওয়াই নিষেধ।

বিবাহ পূর্ব প্রেম নর-নারীকে জিনার নিকটবর্তী করে দেয়

আর জিনামারাত্মক একটি কবিরা গুণাহ।

বিবাহপূর্ব প্রেম অনেক সময় বান্দাহকে শিরকের

নিকটবর্তী করেদেয়।

কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালভাসা শুরু

করে দেয় যে প্রকার ভালভাসা পাওয়ার দাবীদার একমাত্র

আল্লাহ। (সূরা বাকারাঃ১৬৫)

আমি আয়াতগুলো পুরোপুরি তুলে দেয়নি যাতে করে আপনি

সাথে সূরা গুলো পড়েনেন।

মহান আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই ও বোনদের

এই হারাম কাজ থেক হিফাজত করুন।

আপনি কিন্তু পাড়েন আপনার বোন কে জাহান্নাম থেকে রক্ষা করতে , প্লিজ শেয়ার করুন এবং সতর্ক করুন । এড়িয়ে যাবেন না দয়া করে ।

বিষয়: বিবিধ

৪০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File