একটি বিলবোর্ড, মহাজোট সরকারের উন্নয়নের সার-সংক্ষেপ
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ আগস্ট, ২০১৩, ১০:৪৭:৫৯ রাত
তুলে ধরছি বিগত চার বছরে আমাদের আওয়ামিলীগের তথা মহাজোট সরকারের বিলবোর্ড। যেখানে উল্লেখ নেই ২৮ অক্টোবরে লগি বৈঠার তান্ডব ও গনহত্যার ।
১. বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী সদস্যদের উপর বিডিআর জোয়ানদের দ্বারা পরিকল্পিতভাবে ৫৭জন সেনা অফিসার হত্যা ।
২. হাজার হাজার কোটি টাকা ব্যায় করে দেশের প্রত্যেকটা স্থাপনা , বিমানবন্দর এমনকি স্টেডিয়ামের পর্যন্ত নাম পরিবর্তন ।
৩. বিরোধীদলীয় সমর্থক আমলাদের বাধ্যতামুলক ছুটিতে প্রেরণ ও ছাটাই ।
৪. হাস্যকর সময় পরিবর্তনের অপচেষ্টা । পুনঃপরিবর্তন ।
৫. বিরোধীদলীয় অসংখ্য নেতা কর্মী গুম ।
৬. পোলিও টিকা খাইয়ে শতাধিক শিশু হত্যা ।
৭. জামাতে ইসলামীকে ধ্বংস করার ষড়যন্ত্র ।
৮. বিশ্ববরেণ্য মুফাসসিরেকোরআন ও আলেমে দ্বীনদের গ্রেফতার ও মিথ্যা মামলায় হাজতে প্রেরণ ।
৯. অস্বচ্ছ ও অযোগ্য তথাকথিত ও পরিকল্পিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন ।
১০. পদ্মাসেতু দুর্নীতি ।
১১. হলমার্ক কেলেঙ্কারি ।
১২. শেয়ার বাজার লুট ।
১৩. চুর রন্জিতের রেলের দুর্নীতি ও ঘুষের টাকা সহ হাতেনাতে ধরা ।
১৪. ডেসটিনির এমএলএম কেলেঙ্কারি ।
১৫. এম ইলিয়াস আলী গুম ।
১৬. গনতান্ত্রিক কর্মসূচিতে পিশাচ আইন শৃঙ্খলা রক্ষাকারী নামধারীদের নির্বিচারে গুলি ।
১৭. যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক হত্যা লুন্ঠন চাদাবাজি টেন্ডারবাজি ।
১৮. নিরপরাধ আলেমে দ্বীনদের উপর জুলুম করে রায়ের প্রতিবাদে আন্দোলনরত হাজারো তৌহিদী জনতার উপর গুলি ।
১৯. ২৮ ফেব্রুয়ারী ৬৭জন তৌহিদী জনতাকে গুলি করে হত্যা ।
২০. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ছাত্রলীগের এসিড নিক্ষেপ ।
২১. বেতন বৃদ্ধির জন্য আন্দোলনরত শিক্ষকদের উপর পিপার স্প্রে নিক্ষেপ ।
২২. ধর্ষনে সেঞ্চুরী করা এক ছাত্রের হাতে কেক খেয়েছেন ।
২৩. বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যাবসা ।
২৪. শাহবাগে নাস্তিকদের আস্তানা গাড়ার সুযোগ এবং ইসলাম , আল্লাহ ও আল্লাহর রাসূলকে গালি দানেওয়ালাদের সাথে সখ্যতা।
২৫. হেফাজতে ইসলামের কর্মীদের লং মার্চে আসায় বাধা দিতে সরকার দলীয় হরতাল ।
২৬. ৫মে ও ৬মে রাতে হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ ঈমানী চেতনার তৌহিদীজনতার উপর নির্মম গনহত্যাচালিয়ে ২৫০০ এর অধিক আলেমহত্যা ।
২৭. সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও গনমাধ্যমের স্বাধীনতা খর্ব ।
২৮. আমারদেশ , দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেয়া ।
২৯. নিরপরাধ জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ ।
৩০. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ৫৭দিনের রিমান্ডে রেখে নির্মম নির্যাতনের মাধ্যমে তার সমস্ত শরীরের হাড় ভেঙ্গে দেয়া হয় ।
৩১. বিশ্বজিত নামক হিন্দু ছেলেকে নির্মমভাবে হত্যা করা।
৩২. সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা।
৩৩. রানা প্লাজার নির্মম ট্রাজেডির কথা।
৩৪. কোটার নামে মেধাবীদের চাকুরীর অযোগ্য ঘোষনা করা।এছাড়াও আরো ১৬কোটি ৩০টা সুনাম দেশের ১৬কোটি মানুষের বুকে জমা রয়ে আছে মহাজোট সরকারের । সর্বশেষ মহাজোটের দালালেরা অন্যের ভাড়া নেয়া সাইনবোর্ডে জোরপুর্বক মহাজোটের পাপমোচনের তাগিদ দিয়ে যাচ্ছে ।
বিষয়: বিবিধ
২২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন