১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ করে দিচ্ছে সরকার ।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ জুলাই, ২০১৩, ০৫:৫০:৪৬ বিকাল

বাংলাদেশ সরকার ১১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ-

১) দারুল ইহসান ইউনিভার্সিটি,



২) প্রাইম ইউনিভার্সিটি,



৩) প্রাইম এশিয়া ইউনিভার্সিটি,



৪) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ,



৫) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,



৬) সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ,



৭) নর্দার্ন ইউনিভার্সিটি,



৮) পিপলস ইউনিভার্সিটি,



৯) ইবাইস ইউনিভার্সিটি,



১০) আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি,



১১)ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।



এরপরও যদি ওইসব বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হয়, তাহলে সে দায়দায়িত্ব সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু স্থায়ী ক্যাম্পাসে যায়নি, আউটার ক্যাম্পাস ব্যবসা বন্ধ করেনি, বরং অ্যানেক্স ক্যাম্পাসের নামে নয়া বাণিজ্য খুলেছে, ভাঁওতাবাজি করে ট্রাস্টি বোর্ড প্রতিষ্ঠা না করে তথাকথিত ফাউন্ডেশনের নামে কিয়দংশ জমি কিনে বিশ্ববিদ্যালয়ের বলে দেখাচ্ছে, আইনানুযায়ী জমি না কিনে আংশিক কিনে তাতে ক্যাম্পাস স্থাপন করেছে, নকশা অনুমোদনের নামে দিনের পর দিন মুলা ঝুলিয়ে রেখেছে এমন নানা দোষে দুষ্ট এই ১১টি বিশ্ববিদ্যালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করে সেখানে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। পরে জারি করা হবে গণবিজ্ঞপ্তি।

বিষয়: বিবিধ

২৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File