মা কে নিয়ে সেরা ১২টি উক্তি...

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৮ জুন, ২০১৩, ০২:২৪:১৪ দুপুর



১.হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত।

২. আব্রাহাম লিংকন- যার মা আছে সে কখনইগরীব নয়।

৩. জর্জ ওয়াশিংটন- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।

৪. জোয়ান হেরিস- সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

৫. এলেন ডে জেনেরিস- -আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

৭. সোফিয়া লরেন-- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।

৮. মিশেল ওবামা--আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।

৯. নোরা এফ্রন--মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ

হয়ে যাবে এক সময়।

১০. মাইকেল জ্যাকসন-- আমার মা বিস্ময়কর আর আমার

কাছে উৎকর্ষতার আরেক নাম।

১১. শিয়া লাবেউফ-- সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।

১২. দিয়াগো ম্যারাডোনা-- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।......

পৃথিবীতে মা ছাড়া

আর কাউকে আপন মনে হয় না ...

মাকে ছাড়া

আর কাউকে তেমন বিশ্বাস করতে পারিনা ...

মা হলো একমাত্র আপনজন

যাকে ভালোবাসতে কোনো কারন লাগেনা

****ছেলেঃ মা তুমি কতদিন এভাবে আমাকে তোমার ঘাড়ে রাখবে

মাঃ যত দিন না তুই তোর ঘাড়ে করে আমাকে কবরে শুইয়ে রাখতে যাবি... ততদিন।

****মায়ের সাথে দুনিয়াতে কারো তুলনা হয়না

একমত হলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

বিষয়: বিবিধ

৮৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File