উনারা মুসলিম, শুধু মুসলিম না আধুনিক মুসলিম!!! (একজন শিক্ষিত মুসলিমের বাসায় কমপক্ষে যে বইগুলো থাকা একান্ত জরুরী)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ জুন, ২০১৩, ১০:০৬:২০ রাত
একজন শিক্ষিত মুসলিমের বাসায় কমপক্ষে যে বইগুলো থাকা একান্ত জরুরী----
১) আল কোরআন।
২) কমপক্ষে একটি কোরআনের তাফসীর--তাফসীর ইবনে কাসির /ফি যিলালীল কোরআন/ তাফহীমুল কোরআন।
৩) কমপক্ষে দুইটি হাদিস গ্রন্থ--সহীহ আল বুখারী সহীহ মুসলিম।
৪) কমপক্ষে একটি সীরাত (রাসুলুল্লাহর জীবনী) গ্রন্থ--সীরাত ইবনে হিশাম/ আর রাহীকুল মাখতুম।
৫) কমপক্ষে সাহাবাদের একসেট জীবনী গ্রন্থ—আসহাবে রাসুলের জীবন কথা/ হায়াতুস সাহাবা।
৬) যেকোনো একটি সহীহ নামাজ শিক্ষার বই- আল্লাহ রাসুল(সাঃ) কিভাবে নামাজ পড়তেন/ রাসুলুল্লাহনামাজ।
এখন প্রশ্ন হলো কত % শিক্ষিত মুসলিমের বাসায় উপরের বইগুলো আছে??? ৫% ??? ৫% হবে কিনা তাও সন্দেহ। বাকি ৯৫% মুসলিমের বাসায় হয়তো এক আল কোরআন ছাড়া আর একটিও নেই। সেটাও আবার এমনভাবে গিলাফ মুড়ানো যে বছরে একবারও এই গিলাফ খোলা হয় না, গিলাফের উপর হয়তো এক ইঞ্চি পুরু ধুলোর স্তূপ পড়ে গেছে!!! আবার অনেকেই হয়তোবা জীবনের প্রথম এইমাত্র এই নামগুলোশুনলেন!!
বিষয়টা কিন্তু এমন না যে, উনাদের বই পড়ার অভ্যাস নেই বা উনাদের বাসায় কোন বই নেই। উনাদের বাসায় শুধু বই না, বই সুন্দর করে সাজিয়ে রাখার জন্যে দামী বুক সেলফও হয়তো আছে। তবে সেই সব বুক সেলফের তাকগুলো শুধু হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল টাইপ লেখকের বই দিয়ে পরিপূর্ণ। এসব বইয়ের ভিড়ে কোরআনের তাফসীর আর আল্লাহ্ রাসুলের হাদিসগ্রন্থগুলো র জন্যে শুধু একটু জায়গা হয়ে উঠেনা!!! তারপরেও উনারা মুসলিম, শুধু মুসলিম না আধুনিক মুসলিম!!!
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর কথাগুলো হয়তো আগেও শুনেছেন। তারপরেও আবার বললাম।
“তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ্ ও তার রাসুলের(সাঃ) সাথে সম্পর্ক না থাকে তাহলে তোমরা মূর্খ,গণ্ড মূর্খ।
-যাই হোক। যা হবার হয়ে গেছে!! আশা করবো আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে উপরের বইগুলো কেনারতারা অবশ্যই উপরের বইগুলো সংগ্রহকরবো। একবার কিনে পড়েই দেখুন না, আপনার জ্ঞানের জগতটা আলোয় ভরে যাবে, চোখগুলো নতুন করে ফুটতে শুরু করবে, এক নতুন জীবনের সন্ধানদিবে, যে জীবন শুধুই সাফল্যের।
বিষয়: বিবিধ
২১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন