দয়া করে একনজর দেখুন ছবি কি বলে!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ জুন, ২০১৩, ১১:০৭:২৫ রাত



বাংলার লাখো লাখো মেধাবী ছাত্রদের প্রাণপ্রিয় সংঘঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী, একজন মেধাবী ছাত্র যাকে বিনা অপরাধে বার বার নিমান্ডের নামে হত্যা করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। যা কথনো বাংলাদেশেন ছাত্র সমাজ বেঁছে থাকতে করতে দিবে না।

দেলোয়ার হোসাইন সাঈদীর অপরাধ সমূহঃ

১) সে কখনো নারী নির্যাতন করে না।

২) ধর্ষনে সেঞ্চুরী করে না

৩) সে অত্যান্ত মেধাবী ও সৎ

৪) পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

৫) সত্য কথা বলে

৬) ছাত্রদের হাতে অস্ত্রের পরিবর্তে বই তুলে দেয়

৭) ছাত্রদের হাতে পর্ণ ম্যাগাজিন এর পরিবর্তে কোরআন ও হাদিসের বই তুলে দেয়

৮) নামাজের সময় হলে ছাত্র সমাজকে নামাজের প্রতি আহ্বান করে।

৯) টেন্ডারবাজী করে না।

১০) চাঁদাবাজী করে না

১১) বিশ্ববিদ্যালয়ের হলে সিট বানিজ্য করে না।

১২) ভর্তি বাণিজ্য করে না।

১৩) মানুষকে সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ করে।

১৪) আল্লাহ্ ও রাসূলের আনুগত্য করে।

১৫) বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চায়।

১৬) কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দে না।

উপরে উল্লেখিত অপরাধ সমূহের কারনে আমাদের হৃদয়ের সম্পন্দন প্রাণপ্রিয় ভাইকে মেরে ফেলতে চায়।

আমাদের প্রাণপ্রিয় ভাই এর কিছু ছবি

(গ্রেফতারের পূর্বে)













(গ্রেফতারের পর রিমান্ডের পূর্বে)











(রিমান্ডের পরে)











বিষয়: বিবিধ

১৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File