মায়ের কাছে পাঠানো মজলুমের চিঠি।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২১ মে, ২০১৩, ১০:২৬:৫১ সকাল













আম্মা

আমি ৫৩ দিন রিমান্ড শেষে

নিজের অজান্তে জ্ঞান হারিয়ে ফেলেছি বলে

নিশ্চয় তুমি রাগ করেছো

আম্মা বিশ্বাস করো আমি অচেতন হতে চাইনি।

আম্মা তোমার কি মনে পড়ে,

নবীজীর প্রিয় সাহাবী বিলালের গল্প শোনাতে সাঁঝের বেলায়

আম্মা আমি তোমার সেই কালো কুচকুচে হাবশী বিলাল

তিপ্পান্ন দিন ধরে ওরা আমাকে নির্যাতন করেও

আমাকে আল্লাহ ও তার দ্বীন থেকে এক চুলও নড়াতে পারেনি

গতবার আদালত প্রাংগনে তুমি আমার কপালে চুমু দিয়ে বলেছিলে

"আমি তোমার নিস্পাপ ছেলে"

কোন সন্তানের জন্য তার জিবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে, তুমিই বলো আম্মা

আমি যে ঘোরের মধ্যে এখনো তোমার চুমুর শব্দ পাই।

আম্মা তোমার দেলওয়ার তোমার বুকে ফিরে আসবেই

মজলুম মায়ের দোআ কখনো বৃথা হয়না যে

আম্মা বিলালের মতো ফিরে আসবো একদিন এই জনপদে

সুরেলা আযানে ঘুম ভাঙাবো এ জাতির

"আসসালাতু খাইরুম মিনান নাউম"

বিষয়: বিবিধ

৩০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File