মতিঝিল গণহত্যা বিষয়ে সরকারের কাছে কিছু প্রশ?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ মে, ২০১৩, ১১:৩৩:৪৭ সকাল



মতিঝিল গণহত্যা বিষয়ে সরকারের কাছে কিছু প্রশ্ন;

যারা এই গণহত্যা নিয়ে সন্দেহ পোষণ করেন তাদের জন্যও

শিক্ষণীয়।

১। পুরো মতিঝিল এলাকার বিদ্যুত সংযোগ বন্ধ

করে দেওয়া হলো কেন? কেন রাস্তার ল্যাম্পোস্ট গুলো বন্ধ

করে দেওয়া হলো?

২। মিডিয়ার সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো কেন?

৩। সকল সাংবাদিককে সরিয়ে দেওয়া হলো কেন?

৪। এমন রাতের অন্ধকারে অভিযান চালানো হলো কেন?

৫। আপনারা বলছেন যে, দশ পনের মিনিটের মধ্যেই অভিযান

সম্পন্ন করা হয়েছে। কি এমন অভিযান চালালেন যে, দশ

পনের মিনিটের মধ্যেই কম্প্লিট হয়ে গেলো!?

৬। অভিযানের সময় নাকি তাদেরকে চলে যাওয়ার জন্য

বলা হয়েছিল! তারপরও তারা যায়নি কিন্তু কি এমন অভিযান

চালানো হলো যে, দশ পনের মিনিটের মধ্যেই

তারা পালানো শুরু করলো?

৭। কি এমন অভিযান চালানো হল যে, কোন হতাহত

হলো না অথচ তারা চলে যাওয়ার জন্য রাজি হয়ে গেলো?

৮। শাপলা চত্বরের মঞ্চের পাশে যে ভ্যানের উপর

চারটি মৃতদেহ কাফনের কাপর ও পলিথিনে মোড়ানো অবস্থায়

পাওয়া গেলো সেগুলো সেখানে আসলো কোথা থেকে??

৯। মৃতদেহ চারটি পলিথিন আর কাফনের কাপর

দিয়ে মোড়ালো কে? আর কে এগুলো একত্রিত করলো? আর

কেনইবা ভ্যানের উপর সেগুলো জড়ো করা হলো?

১০। হতাহত বিহীন অভিযান চালানো হলে কোন সাংবাদিক

সাথে রাখা হলো না কেন?

১১। অভিযানের কোন ফুটেজ নেই কেন?

১২। দশ মিনিটে অভিযান শেষ হলে রাত

একটা থেকে চারটা পর্যন্ত আপনার

বাহিনী সেখানে কি করছিলো?

১৩। যেখানে বিরাট সংখ্যক মানুষ হতাহত হওয়ার

সম্ভাবনা আছে সেখানে বিদ্যুত বন্ধ করে দিয়ে, সাংবাদিক

ও টিভি সম্প্রচার বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে অভিযান

চালানো হলো কি কারণে? গণহত্যার পমাণ স্বরূপ কিছু লিংক দেওয়া হলো?



বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File