নারীদের প্রতি খোলা চিঠি..................................

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ এপ্রিল, ২০১৩, ০৯:৫৫:২৮ সকাল



নারীদের

প্রতি খোলা চিঠি.... মেয়েদের বীচ

ভলিবলে কি মানুষ

ক্রীড়াকৌশল

দেখে নাকি বিকিনি পরা শরী

দেখে?

সাম্বা নৃত্যের মূল আকর্ষণ কি আসলেই নৃত্য,নাকি নগ্নতা?

শারাপোভা,ইভানোভিচের

টেনিস খেলা হলে তাদের

খেলার চেয়ে শরীর দেখার

জন্যই দর্শক বেশী হয়না কি?

মুন্নী,শিলা,ফেভিকল- এই আইটেম

সং গুলোতে ''মেয়ে বলতেই

পতিতা'' এই

বার্তা দেয়া হচ্ছে না কি?

প্রতিটি ছবিতে 'বিকিনি গার্

নামে আজকাল আলাদা চরিত্র আনা হচ্ছে…এটার উদ্যেশ্য

কি?

রেজরের বিজ্ঞাপনে যখন

অর্ধোলঙ্গ হয়ে পুরুষের গাল

টানো,তখন লোক রেজরের গুণ

দেখে,নাকি তোমার রুপ দেখে? ব্র্যান্ড নিও গাড়ির

সামনে মিনিস্কার্ট

পরে পায়ের ওপর পা তুলে যখন

লোলুপ ক্যামেরার সামনে পোজ

দাও,তখন সবাই গাড়ির

মাইলেজ,স্পীড দেখে নাকি তোমার অনাবৃত

পা দেখে?

বডি স্প্রের বিজ্ঞাপনে যখন

স্প্রের গণ্ধে কামোন্মত্ত

কুকুরীর মত নিঃশ্বাস

নাও,তখন মানুষ স্প্রের গুণ দেখে নাকি,তোমার

অঙ্গভঙ্গী দেখে 'পুলকিত' হয়?

চকোলেটের বিজ্ঞাপনে যখন

ঠোটে চকলেট

মাখিয়ে জিহ্বা দিয়ে ইঙ্গিত

চাট,তখন মানুষ চকোলেটের স্বাদ অনুভব

করে,নাকি তোমার জিহ্বার?

সাবানের বিজ্ঞাপনে যখন

বাথটাবে নিজের শরীর

দেখাও,তখন মানুষ সাবানের

গুণ দেখে,নাকি বাথটাবের আড়ালে তোমার শরীরের

না দেখা অংশ কল্পনা করে? কেন

বোঝাতে পারিনা তোমাদের

যে,নারীস্বাধীনতার

ধুয়া তুলে তোমাদের

শোকেসে আবদ্ধ পণ্য

করে রেখেছে সবাই…যার ইচ্ছা সে খেলে,ইচ্ছা না হলে

আজ আমরা যখন স্বেচ্ছায়

তোমাদের মুক্ত করার

সংগ্রামে নেমেছি,তোমরা চুপ

কেন?

আর কতভাবে বোঝালে নিজেদের

সম্মান টা রাখতে শিখবে?

নিজের শরীর

বিলিয়ে দেওয়াটা স্বাধীনতা!!

বিষয়: বিবিধ

১৫৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File