জামায়াতের চ্যানেলে’র সাংবাদিকরাই আমাকে বাঁচাতে মার খেয়েছে
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ এপ্রিল, ২০১৩, ০৯:৪৪:০০ রাত
জামায়াতের চ্যানেলে’র সাংবাদিকরাই আমাকে বাঁচাতে মার খেয়েছে
========================================
একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন এখনো হাসপাতালে৷ গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশে বর্বরোচিত হামলার শিকার হন তিনি। নারী হয়ে পুরুষের ভিড়ে যাওয়ার অপরাধে পৈশাচিক হামলার শিকার হন নাদিয়া। ৬ এপ্রিলের সেই ঘটনা নিয়ে কথা বলেছেন এই সাহসী সাংবাদিক, জানিয়েছেন তাঁর অনুভূতি। নাদিয়া বলেন ৬ এপ্রিল দিনে-দুপুরে হিংস্র আচরণ শুরু করা কিছু মানুষের কবল থেকে প্রাণ বাঁচাতে তিনি সাহায্য চান সবার কাছে৷ নাদিয়া জানান, সেই অসহায় সময়ে নাদিয়া পাশে পেয়েছিলেন দিগন্ত টেলিভিশনের কয়েকজন সাংবাদিককে৷ ‘জামায়াতের চ্যানেল’ বলে পরিচিত দিগন্তকে বর্জন করা উচিত মনে করেন মুক্তিযু্দ্ধের পক্ষের অধিকাংশ মানুষ৷ কিন্তু নাদিয়া শারমিন বলেন, ‘‘আমাকে বাঁচাতে গিয়ে ওরা (দিগন্ত টেলিভিশনের সংবাদ কর্মীরা) যথেষ্ট মার খেয়েছে৷” সাংবাদিক যখন চাকরির লিখিত-অলিখিত, বলা-না বলা নিয়মের শত বেড়াজাল সরিয়ে শুধু ‘মানুষ’ হয়ে দাঁড়ান, বিপন্নের কাছে তখন বোধহয় সেই মনুষ্যত্বই সবচেয়ে বড়৷ তবে নাদিয়া জানান,আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সেদিন তাকে পরামর্শ দেন, ‘‘আপা, মাথায় কাপড় দিয়ে পালিয়ে যান৷” নাদিয়া শারমিন এখনো হাসপাতালে। ব্যথায় হাঁটতে পারছেন না, ঘাড় নাড়া এখনো অসম্ভব, মাথায় প্রচণ্ড ব্যথা - এ অবস্থাতেও তিনি জানিয়েছেন সেরে ওঠার পর হেফাজতে ইসলাম আবার কোনো সমাবেশ করলে সাংবাদিকের দায়িত্ব পালন করতে তিনি অবশ্যই যাবেন!
বিষয়: বিবিধ
২৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন