একটি শিশু!
লিখেছেন লিখেছেন মেঘে ঢাকা স্বপ্ন ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০২:৫৬ রাত
একটি শিশু!
দিনদুপুরে ঘুরে বেড়াই
রেলবিটে, ফুটপাতে,
হয়তোবা রাস্তার ধারে।
@@
নিচ্ছে না খোঁজ কেউ তো তার
কাটছে সময় হেলায়।
@@
দুমুঠো অন্নের সন্ধানে,
ভিক্ষার তালা হাতে নিয়ে
ঘুরে বেড়ায় ব্যস্ত রাস্তার
পথচারিদের গা ঘেষে,
বাসের ভিতর, দোকানের ধারে।
@@
যদি না জুটে দুটো পয়সা,
ক্ষিধার জ্বালায় ঠাই হয়
ডাস্টবিনে, উচ্ছিষ্ট খাবারের স্তুপে।
@@
কখনো গায়ে ধুলি মেখে
হই হোল্লাড় করে বন্ধুদের সাথে।
বস্তার থলে কাঁধে নিয়ে কুড়ে নেই কাগজের টুকরো,
বাসাবাড়ি থেকে ফেলা দেওয়া
অপ্রয়োজনীয় জিনিসপত্রের খুঁজে
ঘুরে বেড়ায় এই গলি থেকে ঐ গলি।
@@
দিন শেষে অন্ধকার ঘনিয়ে আসে,
অবশেষে মাথা গুজায় ফুটপাতে,
হয়তোবা রাস্তার ধারে খোলা আকাশের নীচে।
@@
হেলায় খেলায় হচ্ছে তারা বড়,
পাচ্ছে না কোন শিক্ষা।
এই পৃথিবীতে জন্ম নেওয়ায়
এই কি তাদের পাওয়া?
@@
একটি শিশু!
আগামীর ভবিষ্যত্, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
@@
আসুন, অনাহারী শিশুর মুখে অন্ন তুলে দিই,
বস্ত্র, বাসস্থান দিয়ে টেনে নিই বুকে।
@@
শিক্ষার সুযোগ দিয়ে
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ।
______________
বিষয়: সাহিত্য
১৫৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
তাদের করি আলোকিত,
এই হোক মোদের পণ।
-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
ধন্যবাদ বড় ভাইকে!
ভোগ-বিলাসে মত্ত আছ নিত্যদিনে যারা
অনাহারীর কষ্টগুলো বুঝিবা কিসে তারা ?
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য !
-------------
একটি শিশু!
আগামীর ভবিষ্যত, জাতির কর্ণদ্বার।
তাদের জন্য চাই শিক্ষা,
চাই পরিবেশ, চাই স্বাধীনতা।
খুবই সুন্দর করে তুলে ধরলেন অবহেলিত শিশুদের চাওয়া পাওয়া। অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন