এটম খাও, চাপার জোর বাড়াও!!!

লিখেছেন লিখেছেন প্রবাল কীট ২৯ মার্চ, ২০১৩, ১২:২১:২০ রাত

সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে একটা বিজ্ঞাপন প্রায়ই চোখে পড়ে, ‘এটম খাও, চাপার জোর বাড়াও’

বিজ্ঞাপনটির মূল কথা বা মোর‌্যাল অফ দ্য এড হলো- প্রকৃত সত্যকে কীভাবে মিথ্যা দিয়ে ঢাকবেন। এখানে দেখানো হচ্ছে- এই চুইংগাম খেলে আপনি কনফিডেন্টলি মিথ্যা বলতে পারবেন, আপনার গলা কাপবে না। বাবার কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে, ভালবাসার মানুষটির কাছে, শিক্ষকের কাছে, সবার কাছে আপনি অবলীলায় মিথ্যা বলতে পারবেন। সত্যটাকে মিথ্যা দিয়ে কতভাবে ঢাকা যায় তার বিভিন্ন অপশনও দেখানো হচ্ছে। Surprised Surprised মজার ব্যপার হল বিভিন্ন প্রচারমাধ্যম তা প্রচারও করছে ভালোভাবেই। তাদের কাছেও ব্যপারটা অস্বাভাবিক লাগছে না। আর টাকা দিয়ে অস্বাভাবিক-কে স্বাভাবিক করতে আর কতটুকুইবা সময় লাগে।

অবশ্য যখন ‘সদা সত্য কথা বলিব’ টাইপ উপদেশ জনগণের কাছে ম্যাড়মেড়ে মনে হয় তখন ‘এটম খাও, চাপার জোর বাড়াও’ টাইপ বিজ্ঞাপন জনগণের কাছে অস্বাভাবিক লাগবেনা এটাই স্বাভাবিক। Yawn

পোস্টটির মূল লেখকের লিংক...

বিষয়: বিবিধ

১৮৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File