মাসুদা আপা জি-টিভি।

লিখেছেন লিখেছেন ভাবনাময় ২৩ মার্চ, ২০১৩, ১১:৫৯:৫০ রাত

রাত্র ১-০০টায় টক শোতে জনাব আজম খানের মোকাবেলা হলেন অঞ্জন ভাইয়ের মাধ্যমে।

বাড়ীতে ডাকাত পড়লে বাহ্যিক বুকফাটা হাসি দিতে হয়, তাই দিতে হল মনে হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে মান্যনীয় উপদেষ্টা সাহেব গভীরভাবে মর্মাহত।অথচ বিরোধীনেত্রীর ভাষনে ধন্য।

হরতালে সহিংসতা কারো ষড়যন্ত্র, মান্যনীয় উপদেষ্টা সাহেব নোংরা হরতাল করেন না।

তত্বাবধায়ক সরকার দিলে মান্যনীয় উপদেষ্টা সাহেব নোংরা হরতাল করবেন না।ভুলে বসলেন পাগল ওশিশু ছাড়া নিরপেক্ষ নাই, ১৮৬টি হরতাল করে (পাষন্ড সরকারথেকে) নাকি তত্বাবধায়ক সরকার এনেছিলন (আ,লী)।

জনগনের জন্য রাজনীতি করেন, অথচ কোথায় তাদর জায়গাটা মান্যনীয় উপদেষ্টা সাহেব দেখালেন না। বললেন না।

এই নষ্ট ও নাস্তিক ছেলেরা নাকি মুক্তযোদ্ধ করেছেন বলাতে শাহবাগ দুঃসাহস দেখালো, তারা কোন দলের সৃষ্ট মান্যনীয় উপদেষ্টা সাহেব বললেন।

শাহবাগ নাকি নষ্ট ও নাস্তিক ছেলেদের মঞ্চ মান্যনীয় উপদেষ্টা সাহেবও বিশ্বাস করেন।

সাদাকে সাদা ও কলোকে কালো বলতে অনুরোধ করলে মান্যনীয় উপদেষ্টা সাহেব আপাকে বাচ্চা মনে করেন।

ফাসি চাইলে আইনকে চোখ রাঙ্গানো হয়েছে মান্যনীয় উপদেষ্টা সাহেব বললেন।

সমর্থন, নৈতিক সমর্থন (জাঃইঃকে)দিলে দোষ কি, বললেন মান্যনীয় উপদেষ্টা সাহেব।

আন্তর্জাতিক ট্রাইবুন্যাল বিদেশী লোক দিয়ে হলে আন্তর্জাতিক মানের বিচার হয়, মান্যনীয় উপদেষ্টা সাহেব বললেন।

সবশেষে গোঃআজম যোদ্ধাপরাধী বা মানবতা লঙ্গনকারী কি না জানতে চাইলে পাশ কাটিয়ে গেলেন মান্যনীয় উপদেষ্টা সাহেব।ধন্য ধন্য উনার উপদেষ্টগিরী।

একজন মেজিষ্ট্রেট অপনীতি করলে গুটিকয়েক লোকের লোভ লাভে আসে, একজন শিক্ষক অপনীতি করলে অনেক চরিত্র কুলষিত হয়, একজন রাজনীতিক অপনীতি করলে একটা মাতৃভূমি ও জাতি ধ্বংস হয়।তাই বলে কাউকে ছাড় দেয়া যাবে না যদি চলমান প্রক্রিয়া থাকে ও ৫টি দোষ প্রমানিত হয়।চমৎকার না, কি বলেন?মুক্তিযোদ্ধকালীন সময়ে অনেকে রাজাকার সেজে ভারতে যেতে অনেককেও সাহায্য করে অবদান রেখেছে।কি ঠিক বলিনি? হজরত শাহ জালাল (রহঃ)মাজার জিয়ারতের মধ্যে আল্লাহ মানুষের কলব-এর বিচার করবেন কি-না?তাদের কলবের অবস্হাটা কি জানাবেন?অনুগত না জান বা মরার পেটের দায়ে প্রশাসন চালিয়েছিলেন?আর যারা মোটেও মুক্তিযোদ্ধকালীন সময়ে ওপারে যাননি, তাদের কি বলবেন?সুকর্মে কি নাম থাকবেইনা?ডিসিদের তখনই ফাসি উচিৎ ছিল-তখন বলেছিলেন কি একবারও?খায়খাতির নাই, বিচার চাই-যেন পবিত্র শাহবাগ জাগরন। অপপ্রচারে জোড়ালো আপনার প্রতিবাদ চাইলে কষ্ট পাবেন না তো?আগুনে পুড়া এতিম মেয়েদের সন্তানতুল্য দেখেননি?শহীদী মরন কাম্য নয় কার বলুন তো?তবে মরনে অমর হলে পূন্যের নয় কি?আপনার রাজনৈতিক পিতা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাননি?তাই ধর্ম যার যার,রাষ্ট্র সবার হলে ভাল না?কাবা শরীফ বা হেরেম শরীফে কালপাথর পূজা কি মুসলমানরা করে?গণজাগরন মঞ্চ কেন কাবা হবে?দৃষ্টভঙ্গীর গহীন পার্থক্য নয় কি?রাজনৈতিক পিতার মৃত্যুর পর ভারত থেকে লক্ষ কোটি ট্রাকের মিছিলে মিছিলে স্বাগতম কে পেয়েছেন?এটাইকি কারো কাল হয়ে দাড়াল নাকি?খোলা জনালায় উম্মুক্ত মনে দেখলে হাকিকত পাওয়া যেতে পারে বোধ হয়।কদমবুচি নেবেন।যেখানে দেখি ছাই, উড়াইয়া দেখি তাই, কোথাও পাই না অমূল্য রতন!!বেজন্মাই থেকে যেতে হবে মনে হয়।।

বিষয়: রাজনীতি

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File