জুয়তু নারী ; হেফাজতী গজবকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দিল বেল্লা(!), বেপর্দা(!) গার্মেন্টস নারী রেশমা.................

লিখেছেন লিখেছেন হুরপরী ১০ মে, ২০১৩, ০৭:২৬:৩৯ সন্ধ্যা



হেফাজতী গজবকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দিল এক গার্মেন্টস নারী রেশমা। জয়তু রেশমা, জয়তু সেনাবাহিনী, জয়তু ফায়ার ফাইটারর্স.................

হেফাজতীরা দম্ভ দেখিয়ে বলেছিল, " নারী-পুরুষের অবাধ মেলামেশার কারনেই নাকি আল্লা সাভার রানা প্লাজায় গজব নাজিল করেছেন" কিন্তু মানুষের উন্নত প্রযুক্তির কাছে মধ্যযূগীয় হেফাজতী গজব কতটা দুর্বল তা আবারো প্রমান হয়ে গেল। সাভারে ধসে যাওয়া ভবন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধার হল গার্মেন্টস কর্মী রেশমা। রেশমা ভবনের দ্বিতীয় তলায় নিউ ওয়েভ বটমসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে ধ্বংসস্তূপের বেসমেন্ট থেকে উদ্ধার কর্মীরা তাকে বের করে আনেন। এর আগে সোয়া ৩টার দিকে ভবনটির বেসমেন্টে তাকে জীবিত সন্ধান পাওয়া যায়।

বিষয়: বিবিধ

২০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File