ইসলামপন্থীরা আসলে কাপুরুষ, মিথ্যাবাদী ও ভন্ড। ওদের শহীদ, শাহাদাত ...... যাষ্ট কথার কথা।

লিখেছেন লিখেছেন হুরপরী ০৯ মে, ২০১৩, ০৮:৫৬:১৯ রাত



জেহাদী জোসে আসক্ত একজন হেফাজতির সুরত দেখুন।



মৃত্যুর পর মুমিনের অনন্ত কালের সুখ, পুলক, ফুর্ত্তি, যৌনতা.......... বিষয়গুলো সম্ভবত ইসলামপন্থীরা নিজেরাও বিশ্বাস করে না। আর ওদের ইসলাম যে শান্তির ধর্ম না, এটাও তারা বুঝে। গত ৫ তারিকের ঢাকায় হেফাজতী তান্ডব আর পাকিস্তানের নির্বাচনে এখন যা ঘটছে তাতে আর যাই হোহ, ওদের ইসলাম যে ছিটেফোটা শান্তির ধর্মনা সেটা দিবালকের মত প্রমানিত। আর পরকালের সুখ-পুলকের যে কথা প্রচার করা হয়, সেটাও নিছক আই ওয়াস। যদি তাই হবে তো লক্ষকোটি বছরের বেহেস্তী সুখের শহীদি মৃত্যুর বদলে ভয়ে/ডরে এভাবে দৌড়ে শাপলা চত্তর ছেড়ে পালিয়ে যাবেন কেন? অথচ এরাই তো সারাদিন শহীদি মৃত্যুর আস্ফালন করেছেন, কোরান-হাদিস পাঠ করেছেন, আল্যার মহাশক্তির ফিরিস্তি দিয়েছেন................। পারে তো ঐ দিনিই দুনিয়া লয় করে দেয়। নয় কি? বিষয়টি ভেবে দেখার মতই।

বিষয়: বিবিধ

২২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File