সাভার দুর্গতদের পাশে শিল্পীরা, মেরিল-প্রথম আলো তহবিলে ৫৪ লাখ টাকা।

লিখেছেন লিখেছেন হুরপরী ২৭ এপ্রিল, ২০১৩, ০২:১১:৪৮ রাত



ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল থেকেই ছিল শোকের পরিবেশ।

এগিয়ে এলেন শিল্পীরা, হাত বাড়ালেন সংস্কৃতিসেবীরা। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর আজ শুক্রবারের সন্ধ্যাটি পরিণত হলো ‘সাভার দুর্গতদের জন্য সংস্কৃতি’ অনুষ্ঠানে। সংগৃহীত হলো ৫৪ লাখ টাকা।

আজ ওই অনুষ্ঠানেই চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর পাঁচ লাখ, রুনা লায়লা-আলমগীর দম্পতি দুই লাখ, চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত ও বর্ষা পাঁচ লাখ, ট্রান্সকম গ্রুপ পাঁচ লাখ, শিল্পী ফেরদৌসী রহমান এক লাখ, সৈয়দ আবদুল হাদী এক লাখ, চিত্রনায়িকা সাংসদ কবরী এক লাখ, মুকিমস ক্রিয়েশন দুই লাখ, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম ৫০ হাজার, মোস্তফা সরয়ার ফারুকী ৫০ হাজার, মোশাররফ করিম ৫০ হাজার, তারিন ৫০ হাজার, কুসুম শিকদার এক লাখ, শিল্পী ভাবনা ৫০ হাজার, শিল্পী বাঁধন ৫০ হাজার, কবির বকুল-দিনাত জাহান দম্পতি ৫০ হাজার, পণ্ডিত রামকানাই দাস ২০ হাজার, মিশা সওদাগর ৫০ হাজার, কানিজ আলমাস এক লাখ, প্রচিত বিজ্ঞাপনী সংস্থা ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। নায়ক সাকিব খান ৫০ লাখ পূর্ণ করতে যা লাগবে, তা দেবেন বলে ঘোষণা দেন। শিল্পী জয়া ও জাহিদ হাসান টাকার অঙ্ক না বলে এই তহবিলে অংশ নেবেন বলে জানান। এভাবে অনুদানের ঘোষণা আসতে থাকে। একপর্যায়ে দেখতে পাই তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ লাখ টাকা।

জাহিদ হাসান বলেন, ‘আমি প্রথম দিনেই সাভারে আহত মানুষের জন্য রক্ত দান করে এসেছি।’ মামুনুর রশীদ শিল্পীদের প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। মিশা সওদাগর সব শিল্পীকে আহ্বান জানান দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File