কে এই রানা প্লাজার মালিক "রানা"................??

লিখেছেন লিখেছেন হুরপরী ২৫ এপ্রিল, ২০১৩, ০৪:৪৪:০৫ বিকাল



রানা প্লাজার মালিক কুলুর ছেলে রানা

"কুলু বংশ পদবী" বাংলাদেশ একটি প্রাচীন পেশার নাম। এই পেশা মানুষ মুলত শান্ত, নিরীহ ও অতি দরিদ্র জনগোষ্ঠি। তেলের ঘানি টেনে যাদের সংসার চলে। রানার বাবা একসময় পায়ে হেটে বাড়ী/বাড়ী যেয়ে তেল বিক্রি করতেন। কিন্তু এই কুলু পরিবারের রানা হটাৎ কি করে এতবড় রানাপ্লাজার মালিক হলেন সেটাই আজকে সবার প্রশ্ন ??

অনুসন্ধানে জানে গেছে এই রানা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় মাস্তানী করে অঢেল কালো টাকার মালিক বনে যান। রানা এক সময় সাভার জাতিয়তাবাদী যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আর এখন রং পাল্টে সাভার যুবলীগের বিশিষ্ট নেতা। সে যেই হোক আমরা মানুষ হত্যাকারী এই দানবের বিচার চাই। আমাদের দাবি শুধু একটি-- ফাঁসি।

একটি ভাল খবর :

সাভারে ভবনধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রানা প্লাজার মালিক ও সেখানে থাকা ছয়টি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও সিইওকে ৩০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File