এই ভন্ডামির শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন হুরপরী ২২ এপ্রিল, ২০১৩, ০৬:০৩:৪৮ সন্ধ্যা

টুডে ব্লগে আজকের স্টিকি পোষ্ট, এখানে দেখুন : Click this link



দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া! এই শিরনামে ব্লগার এস আর চৌধুরী সাহেবের একটি অতি চমৎকার লেখা। সুন্দর উপস্থাপনা এবং বর্নণা শৈলি পোষ্ট। আমি ওনার সুন্দর ছোট্ট মেয়েটির উজ্জল ভবিষৎ কামনা করি।

কিন্তু এই ব্লগার ভায়ের ; বাংলা সনের প্রবর্তন ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ! ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য..... এখানে দেখুন ; Click this link

ওনার ঐ পোষ্ট থেকে কোট করছি ;

"বিভিন্ন পূজা পার্বনের অনুষ্ঠানের আদলে বিভিন্ন প্রাণীর মূর্তি সংযোজন করে পহেলা বৈশাখের অনুষ্ঠান পরিপালিত হতে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি ছাড়াও নারী পুরূষের অবাধ মেলামেশা, বাঙালী ললনাদের খোলামেলা পোশাক ও অবাধ বিচরনের কারনে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামি গভীর জ্ঞান সম্পন্ন আলেম ওলামাগণ দির্ঘদিন থেকেই ইহার বিরোধীতা করে আসছে"

"এটা নিশ্চিৎ করেই বলা যায় যে, ইসলাম সম্পর্কে যে লোকটি একেবারে যৎকিঞ্চিৎও জানে সেও নির্দিধায় বলবে- একটি কাজও ইসলাম সম্মত নয় এবং আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পছন্দনীয় নয়। বরং মুসলমানের ঈমান আমলের উপর বড় আঘাত"



কিন্তু আমি অবাক হয়েছি এ জন্য যে ওনার এই স্টিকি পোষ্ট শুরু হয়েছে ইসলাম ধর্মের নিষিদ্ধ ঐ মুর্ত্তিকে নিয়েই, নয় কি?? যা ওনার ভাষায় : (আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অপছন্দনীয়)



বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File