পবিত্র কুরআনের বিজ্ঞান সমাচার।

লিখেছেন লিখেছেন হুরপরী ২২ এপ্রিল, ২০১৩, ০৩:৩৪:২৩ দুপুর

পর্ব ১ : বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে কোনো একটা আবিস্কার বা তথ্য দিলেন যা আগে মানুষ কখনৈ জানতো না। ঠিক এই সময় ; মুসলমানরা কি করবেন জানেন, তাহারা সাথে সাথেই মহাগ্রন্থ কুরআন বের করে বলবেন আজ থেকে দেড় হাজার বছর আগে সবার চেয়ে বড় বিজ্ঞ আল্লা আমাদের তাহা জানিয়ে দিয়েছিলেন, আসলে ইহুদি-নাসারারা উহা থেকেই চুরি করে তা আবিষ্কার করেছে।

পর্ব ২ : এখন এই একই মুসলমানদের যদি আপনি অনুরোধ করেন, এমন কোন জিনিস যা এখনো অজানা বা আবিস্কার হয়নি বিষয়গুলো সম্পর্কে কোরান থেকে স্পষ্ট কোনো ধারণা দিতে, তাহলে তাহারা বাকিয়া সর্পের আকার ধারণ করিয়া ফণা তুলিয়া বলিবেন, তুমি মুসলমান কিনা? তোমার ঈমানে ঘাটতি রহিয়াছে।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File