এ যুগে ইসলামের জিহাদ নিয়ে মুসলমানরা বিব্রত?

লিখেছেন লিখেছেন হুরপরী ২১ এপ্রিল, ২০১৩, ০২:০৫:১৩ দুপুর

ইসলামের গোড়ার দিকে যখন মুসলমানরা সংখ্যায় কম এবং দুর্বল ছিল সে সময়ে নাজিলকৃত "লাকুম দ্বীনিকুম....., অথবা ধর্মের ব্যপারে জোর চলেনা....." এ জাতিয় কিছু নরম সুরা-আয়াতের বিপরিতে নিচের আয়াতগুলোর মত ১৬৪ জায়গায় কুরআনে জিহাদের কথা বারবার তাগিদ দিয়ে বলা হয়েছে ;

“হে নবী! কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের প্রতি কঠোর হন তাদের ঠিকানা জাহান্নাম”। (আত তাহরিমঃ৯)

“অবিশ্বাসীগণ ( কোরআন আল্লাহ্‌ ও নবীতে) তোমাদের প্রকাশ্য শত্রু”( নিসাঃ১১১)

“তোমরা ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না আল্লাহ-র ধর্ম সামগ্রিক ভাবে প্রতিষ্ঠিত হয়”। (আনফালঃ৩৮)

"তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে"। (সুরা তাওবাহঃ ২৯)

এই বক্তব্য তো স্পষ্ট ও প্রাঞ্জল। তাহলে উদারপন্থী মুসলিমদের মনে ধোঁয়াশা তৈরি হওয়ার কারণ কি? আসলে হজরত মোহাম্মদ যে জেহাদ তত্ত্ব চালু করে গিয়েছিলেন, তা সারা বিশ্বে স্থায়ী অশান্তি তৈরি করেছে কি? যার সরল অর্থ "অস্ত্রশস্ত্রের দ্বারা অমুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করে দাও"...........

বর্তমানের উদার এবং শিক্ষিত মুসলিম বিশ্বের মানুষের কাছে জিহাদ একই সাথে আতঙ্ক ও লজ্জা। তারা বোঝে যে, এই জগতে নিজেকে টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় সংগ্রাম, অন্যধর্মী মানুষদের সাথে দেশে, বিদেশ, ঘরে, বাইরে অহনিশি একত্রে থাকতে হয়, কাজ করতে হয়। কিন্তু অমুসলিমরা এমন কি করেছে যে তাদের সবাইকে সত্বা কেড়ে নিয়ে মুসলিম বানাতে হবে। কিন্তু কি করতে পারে তারা? না পারে নিজের ধর্ম ত্যাগ করতে, না পারে ইসলামের ধর্মীয় সহিষ্ণুতা-হীন কদর্যতাকে বিনা বিচারে সমর্থন করতে। অনেকের মতে যার প্রায়োগিক রূপ পৃথিবীকে সন্ত্রস্ত করে রেখেছে ইসলামের জন্মের সময় থেকেই। আধুনিক মুসলমানরা নিরুপায় হয়ে কোরআন হাদিস কে এখন শুধুমাত্র ধর্মগ্রন্থের বেশি আর কিছু ভাবতে চায় না। আপনারা কি ভাবছেন?

বিষয়: বিবিধ

২০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File