কে কার ধর্ম অনুভুতিতে আঘাত করে?
লিখেছেন লিখেছেন হুরপরী ০৫ এপ্রিল, ২০১৩, ০২:৫৫:৩৮ দুপুর
এক উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ অন্ধকারের দিকে, এই যাত্রার শেষ কোথায় কেউ জানিনা। ৪ জন (নাস্তিক??) ব্লগার শুধু লেখার অপরাধে আজ কারাগারে অন্তরিন , তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত করেছেন। আচ্ছা, মুসলমানের ধর্মানুভুতির সঠিক সংজ্ঞা আমাদের জানা আছে কি? অবশ্যই জানা আছে। কেউ যদি বলে "ইসলাম ধর্ম ভুয়া/মিথ্যা" তা হলে তা মুসলমানের ধর্মানুভুতিতে আঘাত করবে, এবং শাস্তি মুন্ডু কর্তন।
ইসলাম ধর্মমতে : ইসলাম ছাড়া আর সব ধর্ম ভুয়া, মিথ্যা।
নাস্তিক্যবাদে : ইসলামসহ আর সব ধর্ম ভুয়া, মিথ্যা।
মুসলিম আর নাস্তিকের মাঝে ফারাক শুধু এ টুকুই। তাহলে, কে কার অনুভুতিতে আঘাত করে! বলুন তো।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন