পর্নো-গ্রাফি দর্শন নারীদের অন্ধত্বের আশংকা বাড়ায় !
লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ১৩ জুলাই, ২০১৩, ১০:৫৩:২৪ সকাল
পর্নো-গ্রাফি দর্শন নারীদের অন্ধত্বের আশংকা বাড়ায় !
(এ বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমানিত)
দাঁড়ি কাটলে বা নাভির নিচে তাকালে বা পর্নো ছবি দেখলে চোখের জ্যোতি কমবে এবং নাভির নিচ পরিস্কার করলে যৌন
ক্ষমতা বৃদ্ধি পাবে।
ইসলাম যে সুন্দর একটি ধর্ম তা আর একবার প্রমান হলো) মাত্রাতিরিক্ত পর্নো ছবি দেখার ফলে নারীদের অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। নতুন একটি সমীক্ষায় দেখা গেছে পর্নো ছবি দেখার ফলে সুস্থ নারীদের
দর্শনেন্দ্রিয়ের রক্ত প্রবাহ হ্রাস পায়। এর ফলে তাদের দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিনজেন মেডিকেল সেন্টারের ইউরোনিউরোলজিস্ট ডা. গার্ট হোলস্টেজে বলেছেন, সমীক্ষার ফলাফলে ধারণা করা হচ্ছে আপত্তিকর দৃশ্যসংবলিত এসব ছবি দেখার সময় নারীদের চোখে আগের চেয়ে অনেক বেশি মাত্রায় যৌন উদ্দীপনা দেখা দেয়। এ মাসের জার্নাল অব সেক্সচুয়াল মেডিসিনে প্রকাশিত
ফলাফলে সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট তিন ধরনের
ছবি দেখানো হয়েছিল। একটি ক্যারিয়ান সাগরের প্রাণীর
ওপর তথ্যচিত্র, একটি হালকা পর্নো ছবি এবং একটি একেবারেই খোলামেলা পর্নো ছবি। ছবি দেখানোর পর এসব নারীর মস্তিষ্ক পরীক্ষা করে দেখা গেছে একেবারে খোলামেলা পর্নো ছবি সময় নারীদের দর্শনেন্দ্রিয়ে রক্ত প্রবাহ কমে গেছে।
সূত্র: নিউইর্য়ক ডেইলি নিউজ
বিষয়: বিবিধ
২৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন