জামাতের জনপ্রিয়তার কারণ আওয়মীলীগ!

লিখেছেন লিখেছেন গনঅভ্যুত্থানের ডাক ১৯ জুন, ২০১৩, ০৯:২০:৩৭ সকাল

যখন অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ছিলনা তখন

মামলা দিয়ে তাকে নাগরিকত্ব দিয়ে দেয়া হল । যখন

মাওলানা সাঈদী সম্পর্কে বাংলার সর্বস্থরের মানুষ এতবেশী আগ্রহী ছিলনা তখন তার বিরোদ্ধে ফাঁসির রায় দিয়ে শতাদিক মানুষকে শ্হীদ করে তাকে বাংলার সাম্প্র্তিক কালের সব্চেয়ে জনপ্রিয় ব্যাক্তিত্বে পরিনত করা হল । যখন জামায়াত\শিবির বাংলার রাজ্নীতিতে এতবেশী আলোচিত ছিলনা তখন তাদের বিরোদ্ধে অত্যাচার, দমন পিঢ়ন চালিয়ে বাংলাদেশের

সব্চেয়ে পোড় খাওয়া শক্তিশালী বিরোধী দলে পরিনত করা হল । সাধারন মানুষের এই ধারনার জন্ম হল পৃথিবীর সব্চাইতে স্বৈরাচারী অমানবিক শাষকের বিরোদ্ধে যে দাড়াতে পারে সে জামায়াত । রাজ্নৈতিক ভাষায় কথা বললে বলতে হবে আওয়ামী লীগই জামায়াতের এসকল অর্জনের পথে সবচেয়ে বড় বন্ধুর পরিচয় দিয়েছে । আমি অবাক হবনা জামায়াত যদি কখনও বাংলার শাষন ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভুমিকা থাকবে মুক্তিযুদ্ধের

চেতনা ব্য্বসায়ি বাংলাদেশ আওয়ামী লীগের ।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File