বাংলাদেশের উন্নয়ন ও আমাদের সেনাবাহিনী
লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৭ মার্চ, ২০১৩, ০৬:১৩:২৫ সন্ধ্যা
মুক্তিযুদ্ধে আমাদের সেনাবাহিনী ছিলো অগ্রদূত,
করে নি তারা জীবনের পরোয়া-
কারণ, দেশকে স্বাধীন করতেই হবে,
এই প্রতিজ্ঞায়, ছিলো তারা বেপরোয়া।
২০০৬ এ শুরু হলো যখন দু'দলের হানাহানি,
দেশ রক্ষায় এগিয়ে এসেছিলো আমাদের সেনাবাহিনী।
রাষ্ট্রপতির মাধ্যমে তারা করে জরুরী অবস্থা জারি,
দেশ ও জাতির স্বার্থ রক্ষায় তারা ছিলো অতন্দ্র প্রহরী।
সুযোগ ছিলো ক্ষমতা দখলের বা সামরিক শাসন চালুর,
কিন্তু তারা নির্বাচন দিয়ে জনগনের সেই ভীতি করে দূর।
হাতির ঝিলকে সাজালো তারা করে মনোরম,
সময়ের আগেই প্রধানমন্ত্রী তা করলেন উদ্বোধন।
তাদের দক্ষতায় মুগ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বললেন,'আপনারাই পারবেন পদ্মাসেতু বানাতে'-
তার উপযুক্ত প্রমান দিলেন তারা,
মিরপুর-এয়ার পোর্ট উড়ালসেতু নির্মানেতে।
সততা ও দক্ষতায় কাজ হলো শেষ
নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই,
তাই সেটা উদ্বোধনের ভার পড়লো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগেই।
ধন্য আমাদের সেনাবাহিনী, ধন্য প্রধানমন্ত্রী,
বাংলাদেশে দুজনই হান্ড্রেড পার্সেন্ট গনতন্ত্রী।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন