প্রকৃতির প্রতিশোধ

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৬ মার্চ, ২০১৩, ০৮:৩৮:৪১ রাত

খবর : টর্ণেডোতে ব্রাহ্মণবাড়িয়ার ২৫ গ্রাম লন্ডভন্ড।


'৭৫ এ বঙ্গবন্ধু, '৮১ তে জিয়া,

সেনাবাহিনীর হাতে গিয়েছে প্রাণ দিয়া।

২০০৩ এর অপারেশন ক্লিনহার্টে,

মরেছে ৫৮ জন নাকি হার্ট এ্যাটাকে !

সেনাবাহিনীকে রাখতে বিতর্কের উর্ধ্বে,

দায়মুক্তি আইন পাস হলো সংসদে।

পড়েছিলা্ম, 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই,'

পত্রিকায় লিখলো, সবার উপরে সেনাবাহিনী সত্য, তাই তাই মুক্তির দায়।

বিচারপতির বিচার মানুষ পারে না করতে,

তাই তারা বিচার চায় খোদার তরফ হতে।

হয়তো সেই বিচারেই ২০০৯ এ

বিডিআর এর হাতে প্রাণ দিলো ৭৭ জন সেনা,

এটাই প্রকৃতির প্রতিশোধ

এখানে তো দায়মুক্তি খাটে না।

২০১৩ তে আদালতে ফাঁসি হলো সাঈদীর

ভাঙলো হিন্দুদের ঘর-বাড়ি, জ্বললো মন্দির।

ধুলায় লুটালো তাদের প্রাণের দেবতা,

মাটির মূর্তি তাই জানাতে পারে না ব্যথা;

মাটির মূর্তি আবার যাবে গড়া,

ভাঙ্গা বিশ্বাস কি আর লাগবে জোড়া ?

বিনা দোষে আশ্রয়হীন হয়েছে যারা,

তাদের দীর্ঘশ্বাস থেকে পাবে মুক্তি কি তারা ?

যারা ঘর ভেঙেছে, যারা দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে,

করে নি প্রতিবাদ, দেয় নি কো বাধা,

সেই সব সংখ্যাগুরু মুসলমান, যারা

দেখেছে, শুনেছে, সংখ্যালঘুদের কাঁদা!

কিন্তু মহান বিচারক, যিনি সব শুনেন ও দেখেন,

এ অন্যায় দেখে সামলাতে পারে নি তার ক্রোধ,

তাই বোধ হয়, ব্রাহ্মণবাড়িয়ায়, মূহুর্তে

২৫ গ্রাম লণ্ডভণ্ড করে দেখিয়ে দিয়েছেন

কাকে বলে প্রকৃতির প্রতিশোধ।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File