আমাদের সম্রাট জিল্লুর রহমান

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২৩ মার্চ, ২০১৩, ০৮:০৯:২৩ রাত



মমতাজের জন্য তাজমহল গড়েছিলেন সম্রাট শাজাহান,

প্রিয়তমা আইভীর জন্য তেমনি গড়েছেন জিল্লুর রহমান।

দেশের টাকায় তাজমহল গড়েছিলেন শাজাহান,

সেখানে ছিলো কত অশ্রু, কত চাপা ব্যথা অপমান।

কিন্তু নিজের টাকায় জিল্লুর গড়েছেন আইভী ভবন, লেগাছি

সেসব মহলে থেকেছেনও দুজন একত্রে কাছাকাছি।

মমতাজের চলে যাওয়ার পর, শাজাহান গড়েছে তাজমহল,

দেখা হয় নি তা মমতাজের হয়ে আনন্দাশ্রুসজল।

কিন্তু জিল্লুর গড়েছেন আইভীর জন্য, দিয়েছেন তুলে হাতে,

সেথায় থেকেছেন আইভী-জিল্লুর, সুখের সংসার পেতে।

শাজাহান-মমতাজ জীবনে ছিলো এক,

মৃত্যু তাদের নিয়েছে অনেক দূরে;

আইভী-জিল্লুর জীবনেও ছিলো এক,

তারা আবার এক হয়েছে কবরে।

এমন প্রেম দেখে নাই জগত

উড়াই নি কেউ এই নিশান,

স্ত্রীর কবরে স্বামীর কবর !

শাজাহানের চেয়েও প্রেমিক বড়

আমাদের সম্রাট জিল্লুর রহমান।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File