রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি
লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২২ মার্চ, ২০১৩, ০৫:১৭:৫২ বিকাল
মহিমান্বিত মৃত্যু
এমন মৃত্যু দেখে নি কেউ বাংলাদেশে আর,
বঙ্গবন্ধুর মৃত্যু, তথা পঁচাত্তরের পর।
দেশ তাকে দিয়েছিলো, বিদায় - হাসি মুখে;
এই আশায়, সুস্থ হয়ে ফিরবেন দেশের বুকে।
কিন্তু ফিরলেন তিনি, কফিনে বন্দী হয়ে-
চলে গেলেন সকলকে, কাঁদিয়ে ভাসিয়ে।
ছিলেন তিনি মিষ্টিভাষী সবার নয়ন-মনি,
দেশকে দিয়েছেন অনেক কিছু, করে গেছেন ঋণী।
তাঁর বিদায়ে রুক্ষ প্রকৃতিও, করছিলো টলমল,
দু'দিন পর সকাল বেলা তাই তার ঝরেছিলো অশ্রুজল।
তাঁর মতো মহান মানুষ, শত বছরে, দু'এক জন আসে,
তাই তাঁরা চলে গেলে রুদ্ধ জাতি শোকের সাগরে ভাসে।
বিষয়: সাহিত্য
৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন