শাহবাগের ডাক (গান) মূল : ফাতেমা-তুজ-জোহরা তৃষ্ণা পুণঃ নির্মান : উত্তম বাবু

লিখেছেন লিখেছেন উত্তম বাবু ২১ মার্চ, ২০১৩, ০৮:৫৬:২৬ রাত

যেতে হবে বহুদূর

এই পথ বন্ধুর

নেই কোনো বিয়োগ যোগ

চলো যাই শাহবাগ।

যেতে হবে অনেক পথ

চলো নিতে হবে শপথ

জাগাও আগুন সব রাগ

চলো যাই শাহবাগ।

ধরেছি বন্ধুর হাত

স্মৃতিতে মার্চের রাত

রাজপথ নয় ফুলের বাগ

চলো যাই শাহবাগ।

যেতে হবে একাত্তরে

দ্রোহের রোদ্দুরে

ডাক দিয়েছে ২৩ শে মাঘ

চলো যেতে হবে শাহবাগ।

বিষয়: সাহিত্য

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File