জাগ্রত বিবেক

লিখেছেন লিখেছেন তারিক আলাম ২১ মার্চ, ২০১৩, ০৭:৫৫:৩৭ সকাল

আমি মাহমুদুর রহমানকে বেক্তিগত ভাবে চিনিনা। তার লেখাও কখনো পড়িনি। তবে আজ বাংলাদেশের এই পরিকল্পিত রাজনীতির জিঘাংসার ঘন অন্ধকারে সত্যের পথে দাড়িয়ে সাহসীকতার যে পরিচয় দিয়েছেন তার জন্য তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও শত সালাম। আজ উনি শত সমালোচনার উর্ধে উঠে সত্যের পথে সাহসীকতার প্রতীক। মাহমুদুর রহমান সহ আরো যারা বর্তমান সরকারের অন্যায় , অবিচার ও বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়িয়েছে তাদের সকলের জন্য আমার জাগ্রত বিবেকের প্রতিবাদী ভাষা –

জাগ্রত বিবেক

--------------------

দেখরে তোরা দাড়িয়ে আছে বাংলাদেশের বীর সন্তান

শত অন্যায়ের চোখ রাঙানি পারেনি করতে তারে নতুজান

ভয় করেনা সত্য বলতে নির্ভীকতার এক মূর্ত প্রতীক

শৃঙ্খলের ভীতি নাই ভিতরে বিপ্লবেরই সে বীর প্রতীক

সত্যের পথে দাড়িয়ে সে মিথ্যার কাছে মাথা নুয়ে নাই

বিশ্বাসের বাধনে অবিচল থেকে মৃত্যুরে সে করেনা পরোআই

হিংস্রতা ও নিষ্ঠুরতার কাছে জীবনের কোনো মুল্য নাই

রক্তচক্ষু আগ্রাসীদের ইতিহাসে কোনো জয় নাই

সত্যের জয় সত্যের জয় সাহসীকতার অবধারিত বিজয়

অন্যায় আর অবিচারের জালে কাপুরেষের হবে আশু পরাজয়

জয় বাংলাদেশের জয় মানুষের

জয় হবে আজি এই জাগ্রত বিবেকের

----------------------------------------

- তারিক আলম

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File