আমি একটি সমৃদ্ধ বাংলাদেশের আশা দেখি
লিখেছেন লিখেছেন তারিক আলাম ২৯ আগস্ট, ২০১৩, ০৯:০৩:১৬ সকাল
বাংলাদেশের সমৃদ্ধি রাজনীতিবিদদের হাতে না, বরং এটা অনুশীলনকারী নাগরিকদের হাতে যারা তাদের অধিকার ও কর্তব্য বোঝে এবং সেটা প্রয়োগ করে।
বাংলাদেশী রাজনীতিতে বৈপরীতা (আপাতবিরোধী হইলেত্ত সত্য) যে আমরা সমস্যার জন্য সবসময় রাজনীতিবিদদের দায়ী করি, অথচ আমরা খুব কম সমেয়ই আমাদের অধিকারের জন্য একসাথে থাকি, আর কর্তব্য সম্পর্কে আমরা কখনো কিছু বলিনা। উপরন্তু, আমরা একজন রাজনীতিবিদের মত আচরণ করি যখন কিছু আমাদের স্বার্থে আসে। এটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভিতর আসে কারণ সমাজ ও রাষ্ট্রের জন্য দায়িত্ব ও কর্তব্যের জ্ঞানের পরিধি আমাদের একদম সীমিত। আমাদের ফোকাস হওয়া উচিত একজন নাগরিক হিসাবে অধিকার ও কর্তব্য শেখার উপর, একজন অনুশীলনকারী নাগরিক হয়ে নিজে কে গড়ে তোলা এবং তখনই শুধুমাত্র আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের আশা করতে পারি।
আমরাদের একে অপরের ভিতর পার্থক্য থেকে সদৃশ অনেক বেশি, কিন্তু তারপরও আমরা একদম বিভক্ত। আমরা বিভক্ত কারণ আমরা কোনো পরিস্থিতি ব্যাখ্যা করি আমাদের নিজস্ব রাজনৈতিক বিশ্বাস ভিতর থেকে। আমরা কখনও পরিস্থিতি ব্যাখ্যা করিনা একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে যে ভালোকে ভালো, খারাপকে খারাপ এবং নোংরাকে নোংরা বলবে। আমরাদের নাগরিকত্ব অনুশীলনকারী একটি পরিবেশ তৈরির জন্য প্রচার করতে হবে। বাংলাদেশ ভবিষ্যত গণভবনের উপর নির্ভর নয়, বরঞ্চ বাংলাদেশের ভবিষ্যত হবে ৫৬ হাজার বর্গ মাইলের সর্বত্র যেখানে নাগরিকরাই নেতৃত্ব দিচ্ছে এবং দিবে ।
-----------------------------------------------------------------
I have a dream to see a prosperous Bangladesh
Prosperity of Bangladesh does not sit on the hands of politicians but it stays in the hands of practicing citizens who understand and exercise their rights and duties.
The paradox in the politics of Bangladeshi is that we always blame politicians for distress, but we hardly stand together for our rights, and we never talk about duties. Moreover, we behave like a politician when something comes to our interest. It just happens to us automatically because of our lack of knowledge on duties for society and state. We need to focus on learning rights and duties as a citizen and become a practicing citizen, and only then we can expect a prosperous Bangladesh.
We are more alike than different, but still we are utterly divided. The reason of our division is because we interpret situation through our own political belief rather than a responsible citizen who understand the good, the bad and the ugly of a society. We have to advocate for building an environment for practicing citizenship. It is not the Gonobhaban where future of Bangladesh lies, but the future of Bangladesh remains on the main streets in everywhere of Bangladesh where citizens are leading and will lead.
বিষয়: রাজনীতি
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন