একটি সমাজের বিমূর্ত অবস্থা

লিখেছেন লিখেছেন তারিক আলাম ২৫ আগস্ট, ২০১৩, ০৬:৫০:১০ সকাল



মানুষের হানাহানি আর মূল্যবোধের অবক্ষয়ে সমাজের মনটা পচে গেছে

অন্যায় আর অবিচারেরে শিকলের টানে সমাজের মাথা নত হয়ে গেছে

হয়রানি, নির্যাতন ও নিষ্ঠুরতার ভয়ে সমাজের মুখ বন্ধ হয়ে গেছে

দুর্বৃত্তায়নের রাজনীতির ছলাকলায় সমাজের হাত বাধা হয়ে গেছে

অর্থনৈতিক বৈষম্যের যাতাকলে পিষ্ট হয়ে সমাজের পা ভেঙ্গে গেছে

বিবর্ণ বর্তমান ও কুয়াশাছন্ন ভবিষ্যতে তাকিয়ে সমাজের দৃষ্টি ঘোলা হয়ে গেছে

...এত দুর্বল ও অসহায় এর মাঝেও সমাজ জেগে আছে পরিবর্তনের আশা নিয়ে -

সে আশা সমাজের মনকে জাগ্রত করবে মূল্যবোধ তৈরী ও অপকর্ম থেকে দুরে থাকার জন্য

সে আশা সমাজের মাথাকে সোজা করবে অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়বিচার ব্যবস্তা পাওয়ার জন্য

সে আশা সমাজের মুখকে খুলে দেবে ও সাহস যোগাবে সত্য বলা ও জুলুমের প্রতিবাদ করার জন্য

সে আশা সমাজের হাত কে সবল করবে গণতান্ত্রিক ও জবাবদিহি রাষ্ট্র ব্যবস্তা প্রতিষ্ঠার জন্য

সে আশা সমাজের পা কে শক্তিশালী করবে শোষণের যাতাকল ভেঙ্গে সুষম উন্নয়নের পথ করার জন্য

সে আশা সমাজের চোখে আলো দিবে আধারকে ভেদ করে শান্তি ও সুন্দর ভবিষৎ দেখার জন্য



বিষয়: রাজনীতি

১৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File