*রাতটা গভীর হতে শুরু করেছে মাত্র* শহীদের সাথীদের জন্য লেখা
লিখেছেন লিখেছেন লেখক ২৪ মার্চ, ২০১৩, ০৯:৫৭:০৩ রাত
হে শপথের সাথীরা,
জালিমের জুলুম আর বাতিলের চোখ রাঙ্গানো দেখে ভয় পেয়েছ কি?
আমি জানি তোমরা ভয় পাওয়ার মানুষ নও।তোমরা তো খালিদ,বেলাল আর তারিক বিন জিয়াদদের উত্তসূরী।আজ তোমাদের উপর পাখির মতন গুলি করা হচ্ছে।নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।তোমরা তোমাদের মেস, বাসা, বাড়িতে থাকতে পারছ না।তোমার বোনদেরকে গ্রেফতার করা হয়েছে।নাস্তিকরা তাদের উপর চরম মিথ্যা অপবাদ দিচ্ছে।মিডিয়া গুলো তোমাদের জঙ্গি সাজ্জাচ্ছে।জেল জুলুম রিমান্ড তো তোমাদের নিত্য সঙ্গি।
হে শপথের সাথীরা,
ইসলামী আন্দোলনের জন্য এটা আর নতুন কি?
রাসুল (সাঃ) থেকে নিয়ে আজ পর্যন্ত যত আন্দোলন দানা বেধেছে,সবার উপরই জুলুম নির্যাতন করা হয়েছে, দেয়া হয়েছে জঘন্যতম অপবাদ।
রাসুল (সাঃ)কে তিনটি বছর শিয়াবে আবু তালিবে বন্ধী করে রাখা হয়েছিল।সাহাবীদের সহ্য করতে হয়েছে সীমাহীন দূর্ভোগ,দুঃখ, কষ্ট।
ইমাম হাসানুল বান্না,শহীদ কুতুব কিংবা জয়নব আল গাজ্জালী সবাই জুলুম সহ্য করেছেন।
কাউকে গুলি করা হয়েছে।আবার কাউকে ঝুলানো হয়েছে ফাসিঁতে।
হে শহীদের সাথীরা,
তোমরা তো সেই ছাত্র যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ দিনের পর দিন,রাতের পর রাত।তবে আর পরীক্ষা দিতে ভয় কিসের।
অতএব, স্বরণ কর কুরআনের সেই আয়াত **তোমারা হতাশ হয়ো না,দুঃখ কর না,তোমরাই বিজয়ী হবে যদি তোমরা বিশ্বাসী হও**
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন