শিশির ভেজা ভোরের গান
লিখেছেন লিখেছেন লেখক ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫০:০৮ রাত
শীতের কোন এক ভোরে,
শিশির ভেজা ঘাসে।
পাশাপাশি হাঁটব দু'জন,
আজ এই মাঘ মাসে।
তুই কি আমার সঙ্গী হবি,
শিশির কণায় পা ভেজাবি।
পাশাপাশি বসব দু'জন,
তোর হাত আমার হাতে।
বিষয়: সাহিত্য
৩১১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন