তবুও স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন লেখক ২০ মে, ২০১৩, ০৭:৪২:৪৫ সন্ধ্যা
কিছু প্রশ্ন হয়ত করা হবেনা কখনও
কিছু প্রশ্নের উত্তর সব সময় থেকে যাবে অমীমাংসিত
কিছু স্বপ্ন পূর্ণ হবে না কোনদিন।
কিছু প্রত্যাশা অপ্রাপ্তি থেকে যাবে চিরদিন।
কিছু গল্প তোমায় বলা হবে না কোনদিন।
কিছু কবিতা হয়ত লেখা হবে না চিরদিন।
জানি মনের না বলা কষ্ট গুলো বলা হবে না কখনোও,
তবুও স্বপ্ন দেখি...........
... তোমার বাড়িয়ে দেয়া যে হাত
ছুঁয়ে দিয়েছি অবলীলায়,
সে হাতটা ছাড়তে ইচ্ছে করে না কখনোও ..........
খুব ইচ্ছে করে দু"জন মিলে শহরটাকে নতুন করে চিনতে,
কালো হয়ে যাওয়া আকাশ যখন বৃষ্টির অপেক্ষায়,
তখন আমরা সেই আকাশটা ছুঁয়ে দেখার স্বপ্ন দেখবো একসাথে,
মৃদু বাতাসে বসে বসে মনের আকাশে পায়রার ঝাঁক উড়াবো,
নির্জনতার আলপনায় ..........
বিষয়: সাহিত্য
১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন