এতে দূর্নীতিবাজরা আরো উৎসাহিত হবে

লিখেছেন লিখেছেন লেখক ০৩ এপ্রিল, ২০১৩, ০৬:৫৩:১৯ সন্ধ্যা



এ সরকার দিন বদলের স্লগান নিয়ে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে একের পর এক দূর্নীতি,লুঠপাট।

শেয়ার বাজার কেলেঙ্কারি,হলমার্ক,ডেসটিনি,পদ্মা সেতু দূর্নীতি,রেলের কালো বিড়াল।

দূর্নীতির তালিকা একের পর এক দীর্ঘই হচ্ছে।আর এ সরকারের “দূর্নীতি মুকুটে” যুক্ত হচ্ছে এক একটি নতুন পালক।

কিছু দিন পূর্বে যখন হলমার্ক কেলেঙ্কারি প্রকাশিত হয় তখন আমাদের অর্থমন্ত্রী মন্তব্য করেছিলেন “চার হাজার কোটি টাকা আত্নসাৎ সোনালি ব্যাংকের জন্য বড় কোন ঘটনা নয়”।

অর্থাত প্রথম থেকেই অর্থমন্ত্রী হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িতদের প্রশ্রয় দিয়ে গেছেন।তাছাড়া হলমার্ক কেলেঙ্কারির সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জড়িত থাকার কথা বিভিন্ন গনমাধ্যমে উঠে এসেছে।

বর্তমান সরকারের একের পর এক দূর্নীতি,লুঠপাট দেশের অর্থনীতিকে পঙ্গুতের দিকে ঠেলে দিয়েছে।“পদ্মা সেতু দূর্নীতি” বর্হিবিশ্বে বাংলাদেশের ভাব মর্যাদায় কালিমালেপন করেছে।“রেলে দূর্নীতি”র কালো বিড়ালকে বাগাড়ম্বর করার সুযোগ করে দেয়া হয়েছে।

এখন যদি হলমার্ক হোতাদেরকেও ছেড়ে দেওয়া হয় তাহলে এতে প্রশাসন ও জনসাধারনের মাঝে একটি ভুল বার্তা পৌছাবে তাতে কোন সন্দেহ নেই।দূর্নীতিবাজদের প্রতি সরকার ও অর্থমন্ত্রীর এ ধরনের অনৈতিক অনুকম্পা দূর্নীতি করতে উৎসাহিত করবে অন্যদের।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File