??????

লিখেছেন লিখেছেন তিতুমির ২৪ জুন, ২০১৪, ১২:২৮:৩১ দুপুর

একটি নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ধর-মার-পিডা-কোপা-ভাঙ লিমিটেডে’ ‘মারামারি এক্সিকিউটিভ’ পদে কিছু উদ্যমী, কর্মঠ, শান্ত-শিষ্ট, সৎ, নিষ্ঠাবান, দায়িত্ববান কর্মী নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীর যোগ্যতা

১. আবেদনকারীকে অবশ্যই ছাত্রলীগের কর্মী হতে হবে।

২. কমপক্ষে পাঁচটি টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. বার্ষিক এক লাখ টাকা চাঁদাবাজির অভিজ্ঞতা থাকতে হবে।

৪. প্রতিপক্ষের পাঁচজনকে কোপানোর অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অস্ত্রসহ পত্রিকায় ছাপানো ছবি বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।

৬. কোনো ধরনের শিক্ষাগত সনদ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব দলিল প্রদান করতে হবে

১. প্রতিপক্ষের নির্যাতনের ফলে শরীরের ক্ষতস্থানের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (দাগ স্পষ্ট হতে হবে)।

২. ছবি প্রতিপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে।

৩. পত্রিকায় ছাপানো অস্ত্রসহ ছবির দুই কপি ফটোকপি।

৪. প্রতিপক্ষকে কোপানোর ভিডিও ফুটেজ।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238279
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৩৭
প্রবাসী আশরাফ লিখেছেন : Surprised Surprised Surprised
ওরে বাপরে! কি ভয়ানক নিয়োগ বিজ্ঞপ্তিরে!!
Skull Skull Skull Skull
238319
২৪ জুন ২০১৪ দুপুর ০২:১৬
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু বললে আবেদনকারীও যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাতে পারত।
238371
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
কাজি সাকিব লিখেছেন : প্রথম যে শর্তটি দিয়েছেন ছাত্রলীগের কর্মী হতে হবে তা বাদ দিতে পারেন কারণ শর্তের বাকি অংশগুলো পুরণ করার যোগ্যতা এমনিতেই একমাত্র ছাত্রলীগ রাখে!



239571
২৮ জুন ২০১৪ সকাল ১১:১২
তিতুমির লিখেছেন : Rolling on the Floor Wave It Wasn't Me!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File