ঈমান মানে যদি "বিশ্বাস" হয় !
লিখেছেন লিখেছেন তিতুমির ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫২:৩৬ দুপুর
হাজার বছর ধরে দৌড়বিদরা চার মিনিটে এক মাইল পর হওয়ার জন্য চেষ্টা চালিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন , এটা অসম্ব্বব । দৈহিক কারণে তা মনুষের জন্য অসম্ভব। হাড়ের কাঠামো ও ফুসফুসের গঠনের কারণে বিশেষজ্ঞদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল ।
কিন্তু দুহাজার বছর পর , একজন মানুষ প্রমাণ করলেন এ ধারনা ছিল ভুল । রোজার বেনিস্তর প্রথম চার মিনিটে এক মাইল দৌড়ের রেকর্ড ভঙ্গ করার পর জন লেন্ডি পুরো 2 সেকেন্ডের বেবধানে বেনিস্তারে করা রেকর্ড ভেঙে ফেলল । যখন অসম্ভব মনে করা হতো , তখন কেউই তা পারেনি । করা সম্ভব, এটা বিশ্বাস করার পর রেকর্ড ভঙ্গের হিড়িক পড়ে যায় ।
আপনি যদি যুক্তি বাদী হন , এদের মত আপনাকে ও বিশ্বাসী হতে হবে । কিন্তু আপনি কী এ বিষয়ে সচেতন ?
আপনি কী জানেন ? মানুষের ব্রেন শক্তিশালী কম্পিউটারের চেয়ে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী । তাই , একটি কম্পিউটারের দাম যদি 40 হাজার টাকা হয় , আপনার ব্রেনের দাম হয় 40 00কোটি টাকা। আপনি সবসময় চার হাজার কোটি টাকার সম্পদ ঘাড়ের উপর নিয়ে বয়ে বেড়াচ্ছেন । এরপর ও যদি আপনি অসহায় , তাহলে আপনার অসহায়ের কারণ , আপনার সভাব । কারণ , আপনি আপনার ব্রেনের চার থেকে পাচ শতাংশ বেবহার করেছেন । আর সফল রা এই ব্রেনের 10 থেকে 15 শতাংশ বেবহার করেন , তাই আপনি যদি সফল হতে চান , প্রথমে আল্লার প্রতি বিশ্বাস রাখুন এবং এদের মত ব্রেনের বেবহার করেন । আল্লাহ সহায় হউন .
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু , অনেক ধন্যবাদ এবং স্বাগতম
মন্তব্য করতে লগইন করুন