ইতিহাসের শিক্ষা :কেউ নেয় না , নাকি নিবে কেউ ?

লিখেছেন লিখেছেন তিতুমির ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৪:৫৫ দুপুর

আগে উপদেশ আর টাকার থলিটি চোখের আড়ালে ছিল, আজ তা প্রকাশ্য হয়ে পড়েছে।

সব কিছু দিবালোকের মতো স্পষ্ট হলেও এখনো যা জাগেনি, তা হলো আমাদের হুঁশ।

------------------------------

না কথাটা বোধ হয় পুরা সঠিক হল না কারণ গত ইলেকশন এর ফলাফল আর সব পত্রিকার জরিপ এর ফলাফল ই বলে দিচ্ছে মানুষের হুস আছে কিনা ? জেনটেল মেন্ট এগরী মেন্ট বলে একটা কথা আছে সেটার আরেক নাম হচ্ছে তালা মানে তালা মানে হচ্ছে ঘরের মানুষ বাইরে পরে আসবেন ,এটা ভদ্র লোকের জন্য , ডাকাত এর জন্য নয় , ডাকাত তালা সহ দরজা ভেঙে ফেলবে আইন আদালত তার জন্য নয় ।

জনগণ পরিবর্তনের জন্য উন্মুখ কিন্তু কোথা সে ?

দল আছে তো নেতা নাই , আবার দল ও নাই , নেতা ও নাই ,

বি এন পি হল বেছি কেলি নো পার্টি , নেতা যা বুজে টা করতে পারে না , আবার যা করে টা বুজে না , নেতা করে পার্ট টাইম পলিটিক্স , কর্মীরা বলে আন্দোলনে যদি জীবন টাই চলে যায় ,তবে আর লাভ কী ? আমরা তো আর পরকালের জন্য পলিটিক্স করি না , নেতা রা ভাবে ক্ষমতা তো চলে ই এসেছি , মরে গেলে কী হবে ? এই হল এদের হালচাল । ফলাফল কেচ গুনডুস , আর জামাত দল হিসাবে অসাধারণ যার প্রমাণ নিকট অতীতে দিয়েছে , প্রায় সাত থেকে আট বছর হল দলটি প্রকাশ্যে কাজ করতে পারছে না তার পরেও তাদের পারফরমেন্স অতুলনীয় এবং ইর্শনীও বটে । প্রোব্লেম হল সময়ের তালে তাল মিলিয়ে প্রগ্রাম দিতে পারছে না , তাদের সামনে আলজেরিয়া , মিশর , তিউনেশিয়া , তুরস্ক , তাদের দেখানো পথ সামনেই আছে কিন্তু মনে হচ্ছে দেখার মত নেতার অভাব আর ট্রেডিশনাল রাজনীতির বৃত্তের বাইরে এসে ঐতিহাসিক দায় পূরণের জন্য হিম্মত ওয়ালা নেতার দরকার যে নাকি ইতিহাসের শিক্ষাকে ভুল প্রমানিত করবে

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File